নোয়াখালীর হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নে অভিযান চালিয়ে আবু বক্কর সিদ্দিক নিজাম (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড। এসময় তার কাছ থেকে ৯টি পাইপগান, ৩ রাউন্ড কার্তুজ, ২৯টি হাতবোমা এবং ৩টি দেশীয় দা জব্দ করা হয়।
শুক্রবার (৮ আগস্ট) বিকেলে কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লে. কমান্ডার রিফাত আহমেদ এক প্রেসবিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, চরঈশ্বর ইউনিয়নের বাংলাবাজার মাছঘাটের বিসমিল্লাহ মৎস্য আড়ৎ থেকে তাকে আটক করা হয়। আটক নিজাম লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার বাসিন্দা।
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী আড়তে তল্লাশি চালিয়ে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে মাছের ব্যবসার আড়ালে তিনি বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।
লে. কমান্ডার রিফাত আহমেদ জানান, আটককৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে হাতিয়া থানায় সোপর্দ করা হবে।
১২ আগস্ট, ২০২৫
আর্থিক কেলেঙ্কারি ও দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে সাময়িকভাবে বহিষ্কার করেছে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।মঙ্গলবার (১২ আগস্ট) রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো...
১১ আগস্ট, ২০২৫
১১ আগস্ট, ২০২৫
১১ আগস্ট, ২০২৫
১০ আগস্ট, ২০২৫
১০ আগস্ট, ২০২৫
১২ আগস্ট, ২০২৫
আর্থিক কেলেঙ্কারি ও দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে সাময়িকভাবে বহিষ্কার করেছে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।মঙ্গলবার (১২ আগস্ট) রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয়...