বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানিয়েছেন, এনসিটি, লালদিয়া ও বে টার্মিনালে আন্তর্জাতিক টেন্ডারের প্রক্রিয়া চলছে এবং এ বছরের ডিসেম্বরের শেষ নাগাদ অন্তত প্রথম অপারেটর নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
রবিবার (১০ আগস্ট) বিকেলে চট্টগ্রাম বন্দরের ৪ নম্বর ফটকে এজেন্ট ডেস্ক উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, বাংলাদেশে আন্তর্জাতিক অপারেটরের অভিজ্ঞতা মিশ্র হলেও, প্রযুক্তি ও গ্লোবাল বেস্ট প্র্যাকটিসের মাধ্যমে বন্দরের সক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া হবে।
তিনি জানান, বর্তমানে সিডিডিএল অপারেশন শুরু করার পর এনসিটিতে কনটেইনার হ্যান্ডলিং ভলিয়ুম প্রথম মাসেই ৩০% বেড়েছে, এবং জাহাজের টার্ন অ্যারাউন্ড টাইম ১৩% কমেছে।
বিডা চেয়ারম্যান বলেন, বন্দরের সক্ষমতা বৃদ্ধি ছাড়া দেশের শিল্পায়ন, রপ্তানি ও বিনিয়োগ লক্ষ্য অর্জন সম্ভব নয়। এজন্য ২০৩০ সালের মধ্যে বন্দরের ক্যাপাসিটি চার থেকে পাঁচগুণ বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও জানান, বন্দরের কার্যক্রমে অটোমেশন ও প্রযুক্তি বাড়ানো হচ্ছে, যা দুর্নীতি ও হয়রানি কমাবে এবং কাজের গতি বাড়াবে। ফাইভজি ও ভবিষ্যতে এআই প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।
এই সফরে তিনি বন্দরের উন্নয়ন ও অপারেশন সংক্রান্ত মতবিনিময় সভায় যোগ দেন, রবির সঙ্গে ফাইভজি চুক্তি স্বাক্ষর করেন এবং বিভিন্ন প্রযুক্তিগত সেবা উদ্বোধন করেন।
১৯ সেপ্টেম্বর, ২০২৫
জুলাই সনদের আইনি ভিত্তি, সংসদের উচ্চ কক্ষে পিআর ও প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ ৬ দাবিতে আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর২০২৫) বাদ জুমা চট্টগ্রামের বায়তুশ শরফ মসজিদের সামনে থেকে খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরী শাখার বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত। মিছিলপূর্ব সমাবেশে বক্তাগণ বলেন অতি দ্রুত জুলাই জাতীয় সনদ-২০২৫ ঘোষণা করে তা কার্যকর করতে আইনী ভিত্তি প্রদ...
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
জুলাই সনদের আইনি ভিত্তি, সংসদের উচ্চ কক্ষে পিআর ও প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ ৬ দাবিতে আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর২০২৫) বাদ জুমা চট্টগ্রামের বায়তুশ শরফ মসজিদের সামনে থেকে খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরী শাখার বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত। মিছিল...