বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ‘এই চট্টগ্রামকে বীর চট্টলা উপাধিতে ভূষিত করেছিলেন আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী। এখানকার মানুষ বারবার প্রমাণ করেছে, সংকটময় মুহূর্তে তারা পিছিয়ে থাকে না। ২০২৪ সালের আন্দোলনের সময় চট্টগ্রামই ছিল অন্যতম অগ্রণী ভূমিকা পালনকারী অঞ্চল।’
সোমবার (১১ আগস্ট) চট্টগ্রামে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠাতে জাহিদুল ইসলাম এসব কথা বলেন। এসময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় এক হাজারের বেশি এসএসসি ও দাখিল শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল ইসলাম বলেন, ‘যখন সরকারের পক্ষ থেকে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়, তখন এই ব্ল্যাকআউটের মধ্যেও চট্টগ্রামের তরুণদের কণ্ঠ স্তব্ধ হয়নি। সারাদেশে যখন নীরবতা, চট্টগ্রাম তখনও সোচ্চার। আমি যদি ভুল না করি, চট্টগ্রাম ঢাকার আগেই স্বাধীন হয়ে গিয়েছিল। এখানে নিউমার্কেট চত্বর থেকে পতাকা উড়িয়ে যে দৃশ্য, সেটি সারাদেশের মানুষকে অনুপ্রাণিত করেছে।’
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আজ যারা জিপিএ-৫ পেয়েছে, আমি তাদের সবাইকে জানাই অন্তরের গভীর থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা শুধু ভালো ফলাফল করোনি, বরং দেশের ভবিষ্যৎ নেতৃত্বেরও দাবিদার হয়ে উঠেছো। তোমরা যেন এটাকে শুধু নিজের গর্ব নয়, বরং দায়িত্ব হিসেবে গ্রহণ করো। কেবল ডিগ্রি নয়, বরং এই সমাজ, এই দেশ, এমনকি পুরো পৃথিবীর জন্য আমি কী রেখে যাচ্ছি- এই ভাবনা থাকতে হবে তোমার মনে।’
‘আমাদের দেশে জিপিএ-৫ প্রথম চালু হয় ২০০১ সালে। তখন মাত্র ৭৬ জন এ-প্লাস পেয়েছিল। আজ সেই সংখ্যাটা লক্ষ ছাড়িয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি, একটা সময় পাশ করলেই মিষ্টি বিতরণ হতো, আর এখন যদি কেউ এ-প্লাস না পায়, তখন অবাক হওয়া হয়!’
শিবির সভাপতি বলেন, ‘আমাদের সমাজে এমন অনেকেই আছেন যারা কঠিন বাস্তবতায় বেড়ে উঠেছেন। হয়তো কারো বাবা নেই, হয়তো কেউ এসেছে অতি সাধারণ পরিবার থেকে। কিন্তু জীবনের প্রতিকূলতাকে জয় করে তারাও সাফল্যের শিখরে পৌঁছেছে।’
বারাক ওবামার উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘মা-বাবা না থাকলেও তিনি তার নানির কাছে বড় হয়েছেন, কিন্তু লক্ষ্য ছিল পরিষ্কার- "আমি আমেরিকার প্রেসিডেন্ট হবো।" আর তিনি সেটা হয়েও দেখিয়েছেন। তোমাদের মধ্যেও কেউ হয়তো আগামী দিনের ইবনে সিনা হবে, কেউ ইবনে খালদুন হবে, কেউ হয়তো খালিদ বিন ওয়ালিদ হবে- যিনি জ্ঞান, সাহস ও আদর্শের মূর্ত প্রতীক হবে।’
ছাত্রশিবিরকে নিয়ে প্রোপাগান্ডা চালানো হয় উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের বিভিন্ন ট্যাগিং করা হয়। আমরা এসব ট্যাগিংকে গুরুত্ব দিইনা। আমরা এই ট্যাগিংয়ের বিপরীতে বলতে চাই, ট্যাগিংয়ের রাজনীতি করে আমরা সময় নষ্ট করবো না। আমাদের অনেক কাজ পড়ে আছে।’
জাহিদুল ইসলাম বলেন, ‘তোমরা যদি সত্যিকার অর্থে সৎ থাকো, মেধা থাকে, নেতৃত্বের গুণ থাকে তাহলে কোনো অপবাদ, কোনো ট্যাগিং তোমাদের থামাতে পারবে না। আমরা আজ এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, যেখানে পরিবর্তনের জন্য নতুন নেতৃত্ব প্রয়োজন। যারা সত্যিকারের যোগ্যতা নিয়ে পলিসি মেকিংয়ে আসবে।’
‘গত ১৫ বছরে যে পরিমাণ অর্থ বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে, তা দিয়ে এদেশের ৪ বার বাজেট করা যেতো। এজন্যই তোমাদের দায়িত্ব নিতে হবে- সচেতন হতে হবে, সতর্ক হতে হবে, চ্যালেঞ্জ করতে হবে। চোখে চোখ রেখে বলতে হবে। শিক্ষার্থীদের সৎ, দক্ষ হয়ে দেশকে ভালোবেসে প্রকৃত দেশ প্রেমিক হয়ে দেশ গঠনের কাজে আত্মনিয়োগে প্রত্যাশা করেন তিনি।’
তিনি বলেন, ‘ছাত্রশিবির তার টোটাল কার্যক্রমের ৫ থেকে ১০ শতাংশ প্রচলিত ধারার রাজনীতি করি, বাকি ৯০ শতাংশ একজন ব্যক্তিকে গড়ে তুলার কাজ। আজকের এই অনুষ্ঠান কোনো রাজনৈতিক আয়োজন নয়, তবে এটা রাজনৈতিক সচেতনতার জায়গা তৈরি করে দেয়। কারণ রাজনীতি মানে জনগণের কল্যাণে কাজ করা। আমাদের প্রয়োজন এমন রাজনীতি, যেখানে মেধাবীরা নেতৃত্ব দেবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে এবং সমাজে সুবিচার প্রতিষ্ঠা করবে।’
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের প্রতি শিবির সভাপতি তিনটি বার্তা দেন।
১. তোমার একাডেমিক দক্ষতা যেন ক্রমাগত উন্নত হয়।
২. তুমি সমাজকে প্রতিনিধিত্ব করার মতো দক্ষ, নৈতিকতা ও নেতৃত্বের গুণ অর্জন করো।
৩. তুমি যেন বিশ্বমঞ্চে প্রতিযোগিতা করার মতো যোগ্যতা অর্জন করো।
তিনি বলেন, ‘আমরা স্বপ্ন দেখি, তোমাদের মধ্য থেকে ভবিষ্যতের আলোকবর্তিকা জন্ম নেবে। যে সমাজে সত্যিকারের মূল্যায়ন হবে মেধার, সততার, দেশপ্রেমের। আমরা চাই না আর কোনো ফ্যাসিবাদ এই সমাজে মাথাচাড়া দিক। আবু সাঈদদের রক্তের প্রতি আমাদের দায় আছে। তাদের জীবন দেওয়ার কারণে আজকে আমরা এখানে দাঁড়াতে পেরেছি। তাই তাদের রক্তের দায় মাথায় নিয়ে আমরা এদেশকে নতুন করে গড়ে তুলবো।’
‘আমরা পৃথিবীটাকে নিজেদের মত করিয়া গড়িয়ে লইবো’- কবি নজরুলে এই বাক্য দিয়ে তিনি বক্তব্য শেষ করে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ইব্রাহিম হোসেন রনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাইমুনুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউরোপিয়ান কমিশনের এশিয়ান প্রতিনিধি আশিকুর রহমান, শিবিরের কেন্দ্রীয় মাদ্রাসা বিষয়ক সম্পাদক আলাউদ্দিন আবীর, চট্টগ্রাম মহানগর ছাত্রশিবির দক্ষিণের সাবেক সভাপতি মোঃ শহীদুল ইসলাম, মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির নজরুল ইসলাম প্রমুখ।
১৮ সেপ্টেম্বর, ২০২৫
নরসিংদী সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতের নাম ইদন মিয়া (৫৫)। তিনি মুরাদনগর গ্রামের বাসিন্দা। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মেঘনা নদী ...
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
নরসিংদী সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতের নাম ইদন মিয়া (৫৫)। তিনি মুরাদনগর গ্র...