জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে সংগঠনটির চট্টগ্রাম মহানগর কমিটি।
গতকাল ১০ আগস্ট দেশের বিভিন্ন সোশাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিও চট্টগ্রাম মহানগর কমিটির নজরে আসে। ওই ভিডিওতে এমন কিছু বক্তব্য ও কর্মকাণ্ড দেখা যায় যা দলীয় শৃঙ্খলার পরিপন্থী বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দলের অভ্যন্তরে মিশ্র প্রতিক্রিয়া ও প্রশ্নের জন্ম দেয়।
এ পরিস্থিতিতে কেন নিয়াজ উদ্দিনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না—সেই বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রধান সমন্বয়কারী মীর আরশাদুল হক বরাবর লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) আরিফ মঈনুদ্দিন স্বাক্ষরিত নোটিশে এসব বলা হয়।
উল্লেখ্য, চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক আন্দোলন দমন করতে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর’র যুগ্ম সমন্বয়কারী মো. নিজাম উদ্দিনের বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত একটি কল রেকর্ডিং ১০ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যেখানে তাকে সহযোগী আফতাব হোসেন রিফাতের সঙ্গে চাঁদার অঙ্ক নিয়ে আলোচনা করতে শোনা যায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা রাহাদুল ইসলাম ভিডিওটি ফেসবুকে শেয়ার করে দুর্নীতির অভিযোগ তুলেছেন। তবে নিজাম উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেছেন, ভিডিওটি ‘সুপার এডিট’ করা হয়েছে এবং এটি একটি ষড়যন্ত্র। ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা চলছে এবং তদন্তের দাবি উঠেছে।
সিটিজি পোস্ট/ এসএইচএস
১২ আগস্ট, ২০২৫
চট্টগ্রাম নগরের বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকায় গভীর রাতে ঝটিকা মিছিল বের করেন নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সংঘর্ষে এক এসআই গুরুতর আহত হন।ঘটনাটি ঘটে সোমবার (১১ আগস্ট) রাত ২টার দিকে। আহত এসআই আবু সাঈদ রানাকে মাথা ও হাতে গুরুতর জখম অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় বিএনপি নেতাকর্মীর...
১২ আগস্ট, ২০২৫
১২ আগস্ট, ২০২৫
১১ আগস্ট, ২০২৫
১১ আগস্ট, ২০২৫
১০ আগস্ট, ২০২৫
১২ আগস্ট, ২০২৫
চট্টগ্রাম নগরের বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকায় গভীর রাতে ঝটিকা মিছিল বের করেন নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সংঘর্ষে এক এসআই গুরুতর আহত হন।ঘটনাটি ঘটে সোমবার (১১ আগস্ট) রাত ২টার দিকে। আহত এসআই আবু সাঈদ রানাকে মাথা ...