ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্র রাজনীতি চালু রাখার পক্ষে মত দিয়েছে অধিকাংশ ছাত্র সংগঠন। তবে হলে ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে মত দিয়েছে দুটি সংগঠন। রবিবার বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এই মতামত উঠে আসে।
অন্যদিকে, ইসলামী ছাত্রশিবিরকে আমন্ত্রণ জানানোর প্রতিবাদে সভা বর্জন করেছে তিনটি বামপন্থী সংগঠন।
বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। সভায় ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস), ছাত্র অধিকার পরিষদ, বিপ্লবী ছাত্র মৈত্রী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্কসবাদী ও বাসদ), ছাত্র ফেডারেশন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদসহ ২২টি সংগঠন অংশ নেয়।
বেলা ৩টায় সভা শুরু হওয়ার মাত্র ১০ মিনিট পরই ছাত্রশিবিরের উপস্থিতিকে কারণ দেখিয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (একাংশ), সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (বাসদ) সভা বর্জন করে।
সভায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ও ছাত্র অধিকার পরিষদ হলে ছাত্র রাজনীতির বিপক্ষে মত দেয়। বাগছাসের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের ফেসবুকে লিখেছেন, শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় তারা হলে ও একাডেমিক এলাকায় ছাত্র সংগঠনের কোনো কাঠামো বা কার্যক্রম চান না—তা প্রকাশ্য হোক বা গোপন। ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, গত এক বছরে হলে ছাত্র রাজনীতির যে ট্রমা তৈরি হয়েছে, তা কাটেনি। অনেক সংগঠন শিক্ষার্থীদের আস্থা পুনরুদ্ধার করতে পারেনি।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল হাসান রাকিব জানান, অপরাজনীতি বন্ধে তারা সুনির্দিষ্ট রূপরেখা দিয়েছেন এবং শিক্ষার্থীর আবেগকে সম্মান জানিয়ে রাজনীতি করতে চান। অন্যদিকে ইসলামী ছাত্র আন্দোলন হলে ছাত্র রাজনীতি বন্ধের আগে শিক্ষক রাজনীতি বন্ধের দাবি জানিয়েছে।
উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, ডাকসু নির্বাচনে সব সংগঠনের কার্যকর ভূমিকা দরকার। সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্র রাজনীতি নিয়ে নেতিবাচক মনোভাব রয়েছে, তবে তা যেন কোনো পক্ষকে মুখোমুখি না করে।
ছাত্র ইউনিয়নের সভাপতি মাহির শাহরিয়ার রেজা বলেন, পরিবেশ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ক্যাম্পাসে শিবির ও জাতীয় ছাত্র সমাজের রাজনীতি নিষিদ্ধ। এর পরও শিবিরকে আমন্ত্রণ জানানোর ব্যাখ্যা চান তারা। জবাবে উপাচার্য বলেন, পরিস্থিতি পরিবর্তিত হয়েছে, তাই শিবিরকে রাখা হয়েছে। তখন তারা জানতে চান, ভবিষ্যতে পরিস্থিতি বদলালে ছাত্রলীগকেও রাখা হবে কি না। কিন্তু উপাচার্য সন্তোষজনক উত্তর দেননি। এর পর তারা সভা বর্জন করেন।
রাতে তিন সংগঠন যৌথ বিবৃতিতে উপাচার্যের বক্তব্যের নিন্দা জানায়। এছাড়া ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু বক্তব্য শেষে সভাস্থল ত্যাগ করেন।
সিটিজি পোস্ট/ এসএইচএস
১২ আগস্ট, ২০২৫
আর্থিক কেলেঙ্কারি ও দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে সাময়িকভাবে বহিষ্কার করেছে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।মঙ্গলবার (১২ আগস্ট) রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো...
১১ আগস্ট, ২০২৫
১০ আগস্ট, ২০২৫
১০ আগস্ট, ২০২৫
১০ আগস্ট, ২০২৫
১০ আগস্ট, ২০২৫
১২ আগস্ট, ২০২৫
আর্থিক কেলেঙ্কারি ও দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে সাময়িকভাবে বহিষ্কার করেছে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।মঙ্গলবার (১২ আগস্ট) রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয়...