চকবাজারে ৫০ অবৈধ ভ্রাম্যমাণ দোকান অপসারণ করল চসিক
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ১৪ নভেম্বর, ২০২৫

নগরীর চকবাজার এলাকায় জনভোগান্তি সৃষ্টি করায় ৫০ টি অবৈধ ভ্রাম্যমাণ দোকান অপসারণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে দোকানের বাইরে ফুটপাতে মালামাল রাখার দায়ে ১৩ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌমিতা দাশ এ অভিযান পরিচালনা করেন।
অভিযান সম্পর্কে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায় , নগরীর অন্যতম ব্যস্ততম এলাকা চকবাজারে অবৈধভাবে ভ্রাম্যমাণ দোকান পরিচালনা করায় জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল বিধায় চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে দোকানগুলো অপসারণ করে চলাচলের পথ উন্মুক্ত করা হয়।
নগরীজুড়ে এধরনের অভিযান চলমান থাকবে বলে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানানো হয়। অভিযানে চসিকের পরিচ্ছন্ন বিভাগ সার্বিক সহায়তা করে।
সিটিজিপোস্ট/জাউ




