চট্টগ্রামে রাউজানে মধ্য রাতে দুর্বৃত্তের হামলায় বিএনপির ৫ নেতা গুলিবিদ্ধ
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ৬ নভেম্বর, ২০২৫

চট্টগ্রামের রাউজান উপজেলায় ফের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৫ নভেম্বর) রাতে উপজেলার বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া গ্রামে দুর্বৃত্তদের গুলিতে রাউজান উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ সুমনসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।
গুলিবিদ্ধ অন্যরা হলেন— বাগোয়ান ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি মোহাম্মদ ইসমাইল, ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম চৌধুরী, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি রবিউল হোসেন রুবেল এবং স্থানীয় বিএনপি কর্মী মোহাম্মদ সোহেল। তাঁরা সবাই বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য গোলাম আকবরের অনুসারী বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের দিকে দুর্বৃত্তরা হঠাৎ গুলি চালালে পাঁচজন গুলিবিদ্ধ হন। প্রথমে তাঁদের নোয়াপাড়ার পথেরহাট কসমিক হাসপাতালে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
গুলিবিদ্ধদের মধ্যে এক জনের বুকে গুলি লেগে অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দীন মজুমদার বলেন, “রাউজান থেকে গুলিবিদ্ধ পাঁচজনকে হাসপাতালে আনা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে।”
সিটিজিপোস্ট/জাউ




