আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, "এখন আর বক্তব্য দিয়ে কাজ হবে না, নেতাকর্মীদের জনগণের দুয়ারে যেতে হবে।"
সোমবার (২১ জুলাই) বিকেলে চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে নূর আহমদ সড়কে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এসব কথা বলেন তিনি। দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।
আমীর খসরু বলেন, "প্রত্যেকের এলাকায় গিয়ে মানুষের বাড়িতে উঠান বৈঠক করুন। মানুষকে সঙ্গে নিতে হবে। আগের মতো শুধু বক্তব্য দিয়ে হবে না। জনগণের কাছে যেতে হবে।"
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “ইতোমধ্যে নির্বাচনের কার্যক্রম শুরু হয়ে গেছে। আমরা নির্বাচনের টানেলে ঢুকে গেছি। এখন থেকে সবাই নির্বাচনী প্রস্তুতি নিন।”
তিনি সমালোচনা করে বলেন, "যারা রাজনীতি করে কিন্তু নির্বাচন চায় না, তাদের কোনো রাজনৈতিক দল গঠনের প্রয়োজন নেই। আপনারা রাজনীতি করবেন অথচ নির্বাচনে অংশ নেবেন না এটা গণতন্ত্রের পরিপন্থী।"
দেশে সম্মানজনক ও শালীন রাজনীতির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে আমীর খসরু আরও বলেন, "ব্যক্তিগত চরিত্র হননের রাজনীতির কোনো ভবিষ্যৎ নেই। মানুষ ভিন্নধর্মী, দায়িত্বশীল রাজনীতি চায়। বিএনপি সেটাই ধারণ করে এগিয়ে যাচ্ছে।"
সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দীন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম বক্কর এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান প্রমুখ।
সিটিজি পোস্ট/ এসএইচএস
২২ জুলাই, ২০২৫
চট্টগ্রাম নগরের চকবাজার থানার সামনে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে চলমান সংঘর্ষ কভার করতে গিয়ে তিন সাংবাদিক হামলার শিকার হয়েছেন। তারা হলেন অনলাইন নিউজ পোর্টাল সিটিজি পোস্ট-এর সাংবাদিক হাসান সৈকত, নিউজ টুডে-এর সাংবাদিক আব্দুর রহমান ইমন ও ওমর ফারুক।রবিবার (২০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে এই ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের খবর পেয়ে সাংবাদিকরা ঘ...
২২ জুলাই, ২০২৫
২১ জুলাই, ২০২৫
২১ জুলাই, ২০২৫
২১ জুলাই, ২০২৫
২১ জুলাই, ২০২৫
২২ জুলাই, ২০২৫
চট্টগ্রাম নগরের চকবাজার থানার সামনে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে চলমান সংঘর্ষ কভার করতে গিয়ে তিন সাংবাদিক হামলার শিকার হয়েছেন। তারা হলেন অনলাইন নিউজ পোর্টাল সিটিজি পোস্ট-এর সাংবাদিক হাসান সৈকত, নিউজ টুডে-এর সাংবাদিক আব্দুর রহমান ইমন ও ওমর ফারুক।রবিবা...