চট্টগ্রাম নগরীতে জুলাই অভ্যুত্থানে নিহত মোহাম্মদ ওয়াসিমের কবর জিয়ারত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সোমবার (২১ জুলাই) সকাল ৭টার দিকে তারা কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার বাঘগুজারা গ্রামে ওয়াসিমের কবর জিয়ারতে অংশ নেন।
এ সময় নিহত ওয়াসিমের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এনসিপি নেতারা এবং রাজনৈতিক প্রতিশ্রুতির পাশাপাশি সহানুভূতি প্রকাশ করেন।
ঘটনাটির সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা বলেন, "ওই সময় এনসিপি নেতাদের নিরাপত্তায় পেকুয়া থানা-পুলিশের একটি দল মোতায়েন ছিল। পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও দায়িত্বে ছিলেন। তারা থানা এলাকা ত্যাগ না করা পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সঙ্গে ছিল।"
এনসিপির কেন্দ্রীয় নেতারা দাবি করেন, জুলাই অভ্যুত্থানে ওয়াসিমের মৃত্যু একটি রাজনৈতিক হত্যাকাণ্ড এবং এর নিরপেক্ষ তদন্ত দাবি করেন তারা।
কবর জিয়ারতের পর এনসিপি নেতারা বাঘগুজারা গ্রামের স্থানীয়দের সঙ্গে এক সংক্ষিপ্ত মতবিনিময়ও করেন, যেখানে তারা আগামী আন্দোলনে ওয়াসিমকে শহীদ হিসেবে স্মরণ করার ঘোষণা দেন।