অপূর্ব পালের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচার দাবি করে ফটিকছড়িতে হেফাজতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ৬ অক্টোবর, ২০২৫

নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালের কোরআন অবমাননার অভিযোগের প্রতিবাদে হেফাজতে ইসলামের ফটিকছড়ি উপজেলা শাখা আয়োজনে নাজিরহাট ঝংকার মোড়ে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচার ও দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি জোরালো আহবান জানান।
সমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা আমীর হযরত মাওলানা আয়ুব বাবুনগরী। এতে উপস্থিত ছিলেন ফটিকছড়ি সিনিয়র নায়েবে আমীর ও কেন্দ্রীয় নেতা মাওলানা জুনাইদ বিন জালাল, নায়েবে আমীর ও কেন্দ্রীয় নেতা শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান ইসলামাবাদী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদ শাহ্, মুফতি শওকত বিন হানিফ, মাওলানা শোয়াইব, মাওলানা জুনাইদ জওহর, মাওলানা আজগর সালেহী, মাওলানা ইরফান সাদেক, মাওলানা তারেকুল ইসলাম, মুফতি মোহাম্মদ ইসলামাবাদী, মাওলানা রহমত উল্লাহ প্রমুখ।
সমাবেশে ইসলামপন্থী সংগীত পরিবেশন করেন শিল্পী মাওলানা আলমগীর বিন কবির। বক্তারা বলেন, ‘‘ধর্মগ্রন্থের অবমাননা জাতির অনুভূতিকে আঘাত করেছে; যদিও ধৈর্য ধরা হয়েছে, তবে বিচারের স্বচ্ছতা না থাকলে কঠোর কর্মসূচি ছাড়া পথ থাকবে না। তারা দাবি করেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালের কোরআন অবমাননার জঘন্য ঘটনা দেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমানের হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করেছে এবং অভিযুক্ত নিজেই তার ফেসবুক প্রোফাইলে ভিডিও প্রকাশ করে নিজেকে অভিযুক্তের সঙ্গে জড়িয়েছে এ কারণেই দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার চাই।’’
বক্তারা আরও উল্লেখ করেন, ‘‘ঘটনার পেছনে দেশি-বিদেশি কোনো ষড়যন্ত্র থাকলে তা অনুসন্ধান করে উন্মোচন করতে হবে এবং এই ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড যদি অস্থিতিশীলতা সৃষ্টি করে তাহলে কঠোরভাবে মোকাবিলা করা হবে। অতীতে ধারাবাহিকভাবে ঘটেছে এমন অবমাননার পর তারা প্রতারিত হয়েছেন—এই অভিজ্ঞতা তুলে ধরে বক্তারা বলেন, এবার আর ধৈর্যপূর্ণ অপেক্ষা করা হবে না।’’
সমাবেশের শেষে তারা সরকারের কাছে আবেদন জানিয়ে বলেন, ‘‘অপূর্ব পালের মামলাটি দ্রুত ও স্বচ্ছ তদন্ত না হলে শীর্ষ উলামায়ে কেরামের সঙ্গে পরামর্শ করে বৃহত্তর কর্মসূচি এবং ঢাকা অভিমুখে লংমার্চ ঘোষণা করা হবে।’’
সিটিজিপোস্ট/ এসএইচএস




