জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার ও চেয়ারম্যানের অপসারণ দাবিতে চলমান শাটডাউন ও অন্যান্য কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। উপদেষ্টা কমিটি গঠন ও ব্যবসায়ীদের মধ্যস্থতায় সমস্যার সমাধানে আশ্বাস পাওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (২৯ জুন) রাতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ঐক্য পরিষদের সভাপতি হাসান মাহমুদ তারেক। তিনি জানান, “দেশের অর্থনীতি ও সাধারণ জনগণের কথা বিবেচনায় রেখে আমরা কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।”
এর আগে দিনের শুরুতে দ্বিতীয় দিনের মতো সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি পালন করেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা। আগারগাঁওয়ে এনবিআরের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তারা রাজস্ব খাতের কাঠামোগত সংস্কার ও এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান-এর অপসারণের দাবিতে সোচ্চার হন।
শাটডাউনের কারণে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য, বিশেষ করে চট্টগ্রাম কাস্টমস ও বন্দরে কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়। রাজস্ব আহরণ কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়ে।
অচলাবস্থা নিরসনে রোববার বিকেল ৫:৪৫টায় সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠক শেষে তিনি জানান, পরিস্থিতি সমাধানে পাঁচ সদস্যবিশিষ্ট সংস্কার কমিটি গঠন করা হয়েছে, যারা এনবিআর কর্মকর্তাদের দাবি-দাওয়া পর্যালোচনা করবে এবং বাস্তবায়নের বিষয়ে সুপারিশ প্রদান করবে।
এদিন সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে এনবিআরের সব ধরনের চাকরিকে ‘অত্যাবশ্যকীয় সেবা’ হিসেবে ঘোষণা করা হয়। এতে বলা হয়, “কর্মকর্তারা কাজে যোগ না দিলে সরকারের পক্ষে কঠোর সিদ্ধান্ত নেওয়া ছাড়া কোনো পথ থাকবে না।”
এনবিআর কর্মকর্তারা কর্মসূচি প্রত্যাহার করায় রাজস্ব আদায় ও শুল্ক কার্যক্রম স্বাভাবিক হওয়ার আশা করছে ব্যবসায়ী মহল ও বন্দর কর্তৃপক্ষ।
৮ জুলাই, ২০২৫
বাংলাদেশ নৌবাহিনীর পরিচালিত বিশেষ অভিযানে চট্টগ্রামের সন্দ্বীপে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য। এ অভিযানে গ্রেফতার করা হয়েছে কুখ্যাত সন্ত্রাসী ও মাদক কারবারিকে।গত ৬ জুলাই ২০২৫, সন্দ্বীপের একটি এলাকায় অভিযান চালিয়ে নৌবাহিনী সদস্যরা সন্ত্রাসী ছেনী বাবুলের আস্তানা থেকে দেশীয় তৈরি অস্ত্র, একটি শটগান, পাইপগান এবং বেশ কিছু কার্টিজ...
৮ জুলাই, ২০২৫
৭ জুলাই, ২০২৫
৭ জুলাই, ২০২৫
৭ জুলাই, ২০২৫
৭ জুলাই, ২০২৫
৮ জুলাই, ২০২৫
বাংলাদেশ নৌবাহিনীর পরিচালিত বিশেষ অভিযানে চট্টগ্রামের সন্দ্বীপে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য। এ অভিযানে গ্রেফতার করা হয়েছে কুখ্যাত সন্ত্রাসী ও মাদক কারবারিকে।গত ৬ জুলাই ২০২৫, সন্দ্বীপের একটি এলাকায় অভিযান চালিয়ে নৌবাহিনী সদস...