হাটহাজারীতে পুকুর থেকে অজ্ঞাতপরিচয় নারীর লাশ উদ্ধার

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৩/৭/২০২৫, ২:২৮:০৪ PM

হাটহাজারীতে পুকুর থেকে অজ্ঞাতপরিচয় নারীর লাশ উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পৌরসভার ১নং ওয়ার্ড এলাকায় একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ।


আজ বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে কৃষি ফার্ম রোডের দক্ষিণ পাশে অবস্থিত পুকুরে স্থানীয় বাসিন্দারা লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে হাটহাজারী মডেল থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত নারীর বয়স আনুমানিক ৩০ থেকে ৩২ বছর। তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় পাওয়া যায়নি। পুলিশের ধারণা, লাশটি পুকুরে পড়ে থাকতে থাকতে স্ফীত হয়ে উঠেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান জানান, “আমরা লাশটি উদ্ধার করে থানায় নিয়ে গেছি। এখনো তার কোনো পরিচয় মেলেনি। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা করা হবে এবং পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।”

ক্যাটাগরি:
কভার নিউজচট্টগ্রাম

কভার নিউজ ক্যাটাগরি থেকে আরো

জামিনে বেরিয়ে আরও বেপরোয়া আজম, থামছে না চোরাচালানের স্রোত

জামিনে বেরিয়ে আরও বেপরোয়া আজম, থামছে না চোরাচালানের স্রোত

৩ জুলাই, ২০২৫

রাত গভীর হলেই দেশের সীমান্ত এলাকা হয়ে ট্রাকভর্তি চোরাই পণ্য প্রবেশ করছে চট্টগ্রাম নগরে। এসব পণ্য সরাসরি চলে যাচ্ছে নগরের টেরিবাজার, রিয়াজউদ্দিন বাজারসহ গুরুত্বপূর্ণ ব্যবসা কেন্দ্রে। বাজারজুড়ে ছড়িয়ে পড়েছে অবৈধ বিদেশি সিগারেট, কসমেটিকস, শাড়ি ও মাদকদ্রব...