পুলিশ সংস্কার আন্দোলনের অংশ হিসেবে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) এবং তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মিছিলে আন্দোলনকারীরা ‘এই মুহুর্তে দরকার, পুলিশ লীগের সংস্কার’; যেই পুলিশ লীগের দালাল, সেই পুলিশ চাইনা’ সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে।
বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যায় নগরীর ২ নং গেইট সংলগ্ন বিপ্লব উদ্যান থেকে শুরু হয়ে জিইসি মোড় ঘুরে ষোলশহরে গিয়ে মিছিলটি শেষ হয়।
মিছিল শেষে ষোলশহর এলাকায় অবস্থান কর্মসূচি পালন করে নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক, ইমন সৈয়দ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব নিজাম উদ্দিন, যুগ্ম সদস্যসচিব ইবনে হোসাইন জিয়াদ প্রমুখ। এছাড়াও পটিয়ায় পুলিশের সাথে সংঘর্ষে আহত বেশ কয়েকজন কর্মীও সেখানে উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে পুলিশ সংস্কারের দাবিতে চার দফা উপস্থাপন করেন নেতাকর্মীরা। তাদের দাবিগুলো হচ্ছে– পটিয়া থানার প্রত্যাহারকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) স্থায়ীভাবে বহিষ্কার ও বিচারের আওতায় নিয়ে আসা ও নিঃশর্ত ক্ষমা চাওয়া, চট্টগ্রামের পুলিশ সুপারকে (এসপি) অপসারণ করা, পুলিশ সংস্কার বিষয়ক নির্দেশনা দেওয়া এবং এখন থেকে যে কোন থানায় যদি চিহ্নিত কোন আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ যদি পা ধরে সন্ত্রাসী হিসেবে নিয়ে যায় তাকে কোন কন্ডিশন ছাড়া গ্রেফতার করতে হবে।
চার দফা পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার হুশিয়ার দেন আন্দোলনকারীরা।
এদিকে পুলিশ সংস্কার আন্দোলনের অংশ হিসেবে শুক্রবার থেকে অনলাইন ক্যাম্পিং কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) এবং তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ সংস্কার বিষয়ে জনমত গঠনের লক্ষ্যে এই কার্যক্রম পরিচালিত হবে বলে জানানো হয়।
৩ জুলাই, ২০২৫
রাত গভীর হলেই দেশের সীমান্ত এলাকা হয়ে ট্রাকভর্তি চোরাই পণ্য প্রবেশ করছে চট্টগ্রাম নগরে। এসব পণ্য সরাসরি চলে যাচ্ছে নগরের টেরিবাজার, রিয়াজউদ্দিন বাজারসহ গুরুত্বপূর্ণ ব্যবসা কেন্দ্রে। বাজারজুড়ে ছড়িয়ে পড়েছে অবৈধ বিদেশি সিগারেট, কসমেটিকস, শাড়ি ও মাদকদ্রব্যের চালান। বৈধ ব্যবসার পাশাপাশি দেশের অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব ভয়াবহ আকার ধারণ করছে।আইনশৃঙ্খলা...
৩ জুলাই, ২০২৫
৩ জুলাই, ২০২৫
৩ জুলাই, ২০২৫
৩ জুলাই, ২০২৫
২ জুলাই, ২০২৫
৩ জুলাই, ২০২৫
রাত গভীর হলেই দেশের সীমান্ত এলাকা হয়ে ট্রাকভর্তি চোরাই পণ্য প্রবেশ করছে চট্টগ্রাম নগরে। এসব পণ্য সরাসরি চলে যাচ্ছে নগরের টেরিবাজার, রিয়াজউদ্দিন বাজারসহ গুরুত্বপূর্ণ ব্যবসা কেন্দ্রে। বাজারজুড়ে ছড়িয়ে পড়েছে অবৈধ বিদেশি সিগারেট, কসমেটিকস, শাড়ি ও মাদকদ্রব...