এবার পুলিশ সংস্কার আন্দোলনের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) এর নেতাকর্মীরা। সেই সাথে পটিয়া থানার প্রত্যাহার করা ওসি জায়েদ নূরকে স্থায়ীভাবে অপসারণসহ চার দফা দাবি জানিয়েছে তারা।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকাল তিনটায় নগরীর ষোলশহরে আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক জুবাইর হাসান আরিফ এ লক্ষ্যে আন্দোলনের ঘোষণা দেন। একই দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় নগরের ষোলশহর থেকে বিক্ষোভ মিছিল বের করার কথা জানিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক, ইমন সৈয়দ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব নিজাম উদ্দিন, যুগ্ম সদস্যসচিব ইবনে হোসাইন জিয়াদ, মুখ্য সংগঠক তাওসিফ ইমরোজ প্রমুখ।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ‘পুলিশের মধ্যে চলমান অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, রাজনৈতিক হস্তক্ষেপ ও জনভোগান্তি দূর করতে দ্রুত সংস্কার প্রয়োজন। গতকাল ওসি জায়েদ নূরকে অপসারণ না করে রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়েছে। এটি তো আমাদের দাবি ছিল না। আমাদের দাবি ছিল তাঁকে স্থায়ীভাবে অপসারণ করে বিচারের আওতায় আনা।’
এর আগে মঙ্গলবার (১ জুলাই) রাত ৯টার দিকে চট্টগ্রামের পটিয়ায় রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি দীপঙ্কর দে’কে আটক করে থানায় সোপর্দ করতে যান এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তবে দীপঙ্করের নামে মামলা না থাকায় তাকে গ্রেফতার করতে অপারগতা জানান পটিয়া থানার ওসি। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। তা এক পর্যায়ে সংঘর্ষে রুপ নেয়। এতে প্রায় ২০ জন আহতের খবর পাওয়া গেছে।
হামলার পরদিন বুধবার সকালে পটিয়া থানা ঘেরাও ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধীরা। সকালে পটিয়া থানা ঘেরাও ও ‘পটিয়া ব্লকেড’ কর্মসূচির ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনের নেতা-কর্মীরা গতকাল সকাল ৯টা থেকেই থানা ঘেরাও শুরু করেন। পরে খণ্ড খণ্ড মিছিলে এসে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেন তাঁরা। প্রায় ৯ ঘণ্টা পর সড়ক ছাড়েন তাঁরা। একই দাবিতে উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) কার্যালয়ের সামনের নগরের জাকির হোসেন সড়ক তিন ঘণ্টা অবরোধ করেন নেতা-কর্মীরা।
৩ জুলাই, ২০২৫
রাত গভীর হলেই দেশের সীমান্ত এলাকা হয়ে ট্রাকভর্তি চোরাই পণ্য প্রবেশ করছে চট্টগ্রাম নগরে। এসব পণ্য সরাসরি চলে যাচ্ছে নগরের টেরিবাজার, রিয়াজউদ্দিন বাজারসহ গুরুত্বপূর্ণ ব্যবসা কেন্দ্রে। বাজারজুড়ে ছড়িয়ে পড়েছে অবৈধ বিদেশি সিগারেট, কসমেটিকস, শাড়ি ও মাদকদ্রব্যের চালান। বৈধ ব্যবসার পাশাপাশি দেশের অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব ভয়াবহ আকার ধারণ করছে।আইনশৃঙ্খলা...
৩ জুলাই, ২০২৫
৩ জুলাই, ২০২৫
৩ জুলাই, ২০২৫
৩ জুলাই, ২০২৫
২ জুলাই, ২০২৫
৩ জুলাই, ২০২৫
রাত গভীর হলেই দেশের সীমান্ত এলাকা হয়ে ট্রাকভর্তি চোরাই পণ্য প্রবেশ করছে চট্টগ্রাম নগরে। এসব পণ্য সরাসরি চলে যাচ্ছে নগরের টেরিবাজার, রিয়াজউদ্দিন বাজারসহ গুরুত্বপূর্ণ ব্যবসা কেন্দ্রে। বাজারজুড়ে ছড়িয়ে পড়েছে অবৈধ বিদেশি সিগারেট, কসমেটিকস, শাড়ি ও মাদকদ্রব...