শুক্র, শনি ও রোববার—টানা ৩ দিনের ছুটিতে দেশ

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৩/৭/২০২৫, ১০:৪৮:২৬ PM

শুক্র, শনি ও রোববার—টানা ৩ দিনের ছুটিতে দেশ

আগামীকাল শুক্রবার (৫ জুলাই) থেকে শুরু হচ্ছে সরকারি চাকরিজীবীদের জন্য টানা তিন দিনের ছুটি। শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত হচ্ছে রোববার (৬ জুলাই) পবিত্র আশুরার সরকারি ছুটি।


সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ৬ জুলাই সারাদেশে আশুরা পালিত হবে। এই দিনটি উপলক্ষে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, ব্যাংক, বিমা ও শেয়ারবাজার বন্ধ থাকবে। একইসঙ্গে সকল শিক্ষা প্রতিষ্ঠানেও ছুটি থাকবে।

তবে এই তিন দিনের ছুটি প্রযোজ্য হবে না জরুরি পরিষেবা–সম্পর্কিত বিভাগগুলোতে।

এতে কর্মরত সরকারি-বেসরকারি হাসপাতাল, ফায়ার সার্ভিস, পানি-বিদ্যুৎ-গ্যাস সরবরাহ, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও গণপরিবহন বিভাগ–এর কর্মকর্তা-কর্মচারীরা ছুটির আওতাভুক্ত হবেন না।

পবিত্র আশুরা মুসলিম ধর্মাবলম্বীদের কাছে একটি তাৎপর্যপূর্ণ দিন। এটি হিজরি বর্ষের প্রথম মাস মুহাররমের ১০ তারিখে পালিত হয়, যেদিন কারবালার প্রান্তরে ইমাম হোসাইন (রা.) শহীদ হন।

ক্যাটাগরি:
কভার নিউজজাতীয়

কভার নিউজ ক্যাটাগরি থেকে আরো

জামিনে বেরিয়ে আরও বেপরোয়া আজম, থামছে না চোরাচালানের স্রোত

জামিনে বেরিয়ে আরও বেপরোয়া আজম, থামছে না চোরাচালানের স্রোত

৩ জুলাই, ২০২৫

রাত গভীর হলেই দেশের সীমান্ত এলাকা হয়ে ট্রাকভর্তি চোরাই পণ্য প্রবেশ করছে চট্টগ্রাম নগরে। এসব পণ্য সরাসরি চলে যাচ্ছে নগরের টেরিবাজার, রিয়াজউদ্দিন বাজারসহ গুরুত্বপূর্ণ ব্যবসা কেন্দ্রে। বাজারজুড়ে ছড়িয়ে পড়েছে অবৈধ বিদেশি সিগারেট, কসমেটিকস, শাড়ি ও মাদকদ্রব...