সাময়িকভাবে চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনালের দায়িত্ব পেল নৌবাহিনী

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৩/৭/২০২৫, ১:৪১:৫০ PM

সাময়িকভাবে চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনালের দায়িত্ব পেল নৌবাহিনী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব সাময়িকভাবে বাংলাদেশ নৌবাহিনীর হাতে দেওয়া হচ্ছে। ছয় মাসের জন্য এই দায়িত্ব হস্তান্তরের সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তবে দীর্ঘমেয়াদে দুবাইভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ড–কে অপারেটর হিসেবে দায়িত্ব দেওয়ার বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে।


বুধবার (২ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য দেন তিনি।

নৌ উপদেষ্টা বলেন, “সাইফ পাওয়ার টেক দীর্ঘদিন ধরে এনসিটির পরিচালনায় ছিল। তাদের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর ছয় মাস বাড়ানো হয়েছিল, যা ৭ জুলাই শেষ হচ্ছে। আমরা তাদের মেয়াদ আর বাড়াচ্ছি না।”

তিনি জানান, “বন্দর কর্তৃপক্ষ নিজেরা পরিচালনায় গেলে লোকবল ঘাটতিসহ নানা সমস্যা হবে। নৌবাহিনীর ডকইয়ার্ড রয়েছে বন্দরের পাশেই, তারা অভিজ্ঞ এবং সক্ষম। এই প্রেক্ষিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে নৌবাহিনীর একটি চুক্তি হবে, যাতে তারা ছয় মাসের জন্য অপারেটর হিসেবে দায়িত্ব পালন করবে।”

নৌ উপদেষ্টা বলেন, “ডিপি ওয়ার্ল্ড সহ আন্তর্জাতিক অপারেটররা আগ্রহ দেখাচ্ছে। তবে এখনই কোনো চুক্তি হয়নি। আলোচনা চলমান। সুবিধা বিবেচনায় সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে। কারও সঙ্গে চুক্তি হলে সেটা দেশের স্বার্থে, আর্থিকভাবে লাভজনক এবং স্বচ্ছভাবে হবে।”

তিনি আরও জানান, “ডিপি ওয়ার্ল্ডকে বলা হয়েছে, তারা যদি জনবল চায়, তাহলে উপমহাদেশের অন্য কোনো দেশ থেকে নয়—বাংলাদেশ থেকেই লোক নিয়োগ করতে হবে ও প্রশিক্ষণ দিতে হবে।”

ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেন বলেন, “আমার ওপরেও নেগোসিয়েশন চলছে। তবে আমি স্পষ্ট বলতে চাই—আমাদের ক্ষতি হয় এমন কোনো সিদ্ধান্ত হবে না। সব কিছুই হবে পোর্ট অথরিটির নিয়ন্ত্রণে ও দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে।”

ক্যাটাগরি:
চট্টগ্রাম

চট্টগ্রাম ক্যাটাগরি থেকে আরো

জামিনে বেরিয়ে আরও বেপরোয়া আজম, থামছে না চোরাচালানের স্রোত

জামিনে বেরিয়ে আরও বেপরোয়া আজম, থামছে না চোরাচালানের স্রোত

৩ জুলাই, ২০২৫

রাত গভীর হলেই দেশের সীমান্ত এলাকা হয়ে ট্রাকভর্তি চোরাই পণ্য প্রবেশ করছে চট্টগ্রাম নগরে। এসব পণ্য সরাসরি চলে যাচ্ছে নগরের টেরিবাজার, রিয়াজউদ্দিন বাজারসহ গুরুত্বপূর্ণ ব্যবসা কেন্দ্রে। বাজারজুড়ে ছড়িয়ে পড়েছে অবৈধ বিদেশি সিগারেট, কসমেটিকস, শাড়ি ও মাদকদ্রব...