অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের দিন ৮ আগস্ট-কে ‘নতুন বাংলাদেশ দিবস’ এবং রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের স্মরণে ১৬ জুলাই-কে ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে সরকার।
বুধবার (২৫ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পৃথক দুটি পরিপত্র জারি করে এই সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, প্রতিবছর যথাযথ মর্যাদায় এ দুটি দিবস পালনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত নীতিমালার আওতায় ‘খ’ শ্রেণিভুক্ত দিবসগুলো সাধারণত সরকারি উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান, আলোচনা সভা ও প্রাসঙ্গিক সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে উদযাপিত হয়ে থাকে।
২০২৪ সালের এই দিনে দেশের ইতিহাসে এক নতুন অধ্যায় সূচিত হয়। অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। দিনটিকে সরকার ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে চিহ্নিত করেছে, যার মাধ্যমে দেশে গণতন্ত্র, স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক শাসনের নতুন যাত্রার স্মারক হিসেবে দেখা হচ্ছে।
২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে এক শান্তিপূর্ণ ছাত্র-জনতা বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। তার মৃত্যুর পর গণআন্দোলন তীব্রতর হয় এবং সরকারের পতনে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শহীদ আবু সাঈদকে স্মরণ করেই এই দিনটি সরকারি স্বীকৃতি পেয়েছে।
এর আগে সরকার ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা করে, যা জাতীয় দিবসের ‘ক’ শ্রেণিভুক্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এ দিন ছাত্র-জনতার জোরালো আন্দোলনে পুলিশ ও প্রশাসনের সঙ্গে সংঘর্ষের মধ্য দিয়ে দেশব্যাপী অভ্যুত্থানের সূচনা হয়।
সরকার আশা করছে, এসব দিবস যথাযথভাবে পালনের মাধ্যমে জনগণের মধ্যে ইতিহাস চেতনা বৃদ্ধি পাবে এবং নতুন বাংলাদেশের আদর্শ বাস্তবায়নে সার্বিক সচেতনতা তৈরি হবে।
২০ জুলাই, ২০২৫
মদ্যপ অবস্থায় উবার চালককে মারধর করার অভিযোগে জনপ্রিয় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) মধ্যরাতে মিরপুর মডেল থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “নোবেলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ...
২০ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
মদ্যপ অবস্থায় উবার চালককে মারধর করার অভিযোগে জনপ্রিয় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) মধ্যরাতে মিরপুর মডেল থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত ...