বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শুধু ১৯৭১ সালের নয়, ১৯৪৭ সাল থেকে শুরু করে আজ অবধি যদি কারও কাছে তাদের দলের কারণে কেউ কষ্ট পেয়ে থাকেন, তাদের সকলের কাছে তিনি বিনা শর্তে ক্ষমা চেয়েছেন। সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে অংশগ্রহণকালে তিনি এই মন্তব্য করেন।
অনুষ্ঠানে উপস্থাপক তার কাছে প্রশ্ন করেন, “যুদ্ধাপরাধ মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম খালাস পাওয়ার পর আপনি সংবাদ সম্মেলনে বলেছেন, ‘জামায়াতে ইসলামী বা তার কোনো নেতাকর্মীর মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে আমি নিঃশর্ত ক্ষমা চাই।’ এতে কি মুক্তিযুদ্ধকালীন সময়টাও অন্তর্ভুক্ত?” উত্তরে জামায়াত আমির স্পষ্ট করে বলেন, “হ্যাঁ, শুধু একাত্তর নয়—১৯৪৭ সাল থেকে আজ পর্যন্ত আমাদের দ্বারা কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, তাদের সবার কাছে আমি নিঃশর্ত ক্ষমা চেয়েছি।”
ডা. শফিকুর রহমান আরও বলেন, “একটি দল বা ব্যক্তি ভুল করতেই পারে। দলীয় সিদ্ধান্তও ভুল হতে পারে। কোনটি সঠিক, কোনটি ভুল—তা সময় ও ইতিহাসই ঠিক করে দেয়। আজ যেটা ভুল মনে হচ্ছে, কাল হয়তো তা সঠিক বলে প্রমাণিত হবে।”
তিনি বলেন, “আমরা আদর্শিকভাবে একটি দল। আমরা বিশ্বাস করি, আমরা ভুলের ঊর্ধ্বে নই। আমাদের দ্বারা, আমাদের কর্মীদের দ্বারা কেউ কষ্ট পেলে সেটির দায় স্বীকার করাটাই মানবিক ও নৈতিক দায়িত্ব। সেই বোধ থেকেই আমি শর্তহীনভাবে ক্ষমা চেয়েছি।”
তিনি আরো বলেন, “ক্ষমা চাওয়ায় কোনো লজ্জা নেই, এটি পরাজয় নয়। বরং এটি মানবিক মূল্যবোধের প্রকাশ এবং দায়িত্ববোধ থেকে উৎসারিত।”
জামায়াত আমিরের এই বক্তব্য বিভিন্ন মহলে আলোচনার জন্ম দিয়েছে। কেউ একে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন, কেউ আবার এটি রাজনৈতিক কৌশল বলেও মন্তব্য করছেন। তবে ডা. শফিকুর রহমানের স্পষ্ট স্বীকারোক্তি, যুদ্ধসহ দেশের ইতিহাসের প্রতিটি অধ্যায়ে জামায়াতের কোনো ভূমিকার কারণে কেউ কষ্ট পেলে তিনি সেই দায় এড়িয়ে যেতে চান না—এমন মনোভাব প্রকাশ করেছেন।
১৬ জুলাই, ২০২৫
গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টা ড: মোহাম্মদ ইউনূস ফেসবুকে একটি বিবৃতি প্রদান করে। এতে বলা হয়, আজ গোপালগঞ্জে সংঘটিত সহিংসতা সম্পূর্ণ অমার্জনীয়। তরুণ নাগরিকদের একটি শান্তিপূর্ণ সমাবেশ আয়োজন করে এবং তাদের বিপ্লবী আন্দোলনের এক বছর পূর্তি স্মরণ করা থেকে বিরত রাখার ঘটনা মৌলিক অধিকার লঙ্ঘনের নিকৃষ্ট উদাহরণ। ...
১৬ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
১৫ জুলাই, ২০২৫
১৫ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টা ড: মোহাম্মদ ইউনূস ফেসবুকে একটি বিবৃতি প্রদান করে। এতে বলা হয়, আজ গোপালগঞ্জে সংঘটিত সহিংসতা সম্পূর্ণ অমার্জনীয়। তরুণ নাগরিকদের একটি শান্তিপূর্ণ সমাবেশ আয়োজন করে এবং তাদের ...