বিএনপির দায়ের করা রাষ্ট্রদ্রোহ ও প্রতারণার মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে ঢাকা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার হাবিবুল আউয়ালকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রহসনের অভিযোগের বিষয়ে জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা জরুরি।
আবেদনে বলা হয়, হাবিবুল আউয়াল কেন কেবল একটি দলকে নিয়ে নির্বাচন সম্পন্ন করলেন, কী কারণে সংসদীয় আসন বিভাজন করে ক্ষমতাসীন দলকে সুবিধা দিলেন, নির্বাচনী কর্মকর্তা-কর্মচারীদের ভাতা বাড়ালেন এবং নির্বাচনের প্রকৃত ভোটার উপস্থিতি নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিলেন—এসব বিষয় তদন্তে প্রয়োজনীয় তথ্য বের করতেই এই রিমান্ড দরকার।
এছাড়া আবেদনে দাবি করা হয়, ডামি নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করে হাবিবুল আউয়াল রাষ্ট্রদ্রোহী অপরাধ করেছেন এবং কী পরিমাণ ঘুষ গ্রহণ করেছেন তাও খতিয়ে দেখা প্রয়োজন।
আসামি পক্ষের আইনজীবী ইয়ামিন হাসান রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, ২৫ জুন রাজধানীর মগবাজার এলাকা থেকে ডিবি পুলিশ হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করে। একই মামলায় গত ২৩ জুন সাবেক সিইসি কে এম নুরুল হুদার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গত ২২ জুন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সালাহ উদ্দিন খান শেরেবাংলা নগর থানায় মামলা করেন। তাতে ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনটি জাতীয় সংসদ নির্বাচন পরিচালনাকারী তিন সিইসি—কাজী রকিবউদ্দীন আহমদ, নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়ালসহ ২৪ জনকে আসামি করা হয়।
২০২২ সালে সিইসি হিসেবে দায়িত্ব নেন কাজী হাবিবুল আউয়াল। তার অধীনেই অনুষ্ঠিত হয় ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। পরে ২০২৪ সালের সেপ্টেম্বরে রাজনৈতিক সংকট ও জনরোষের মুখে কমিশনের অন্য সদস্যদের সঙ্গে তিনি পদত্যাগ করেন।
২০ জুলাই, ২০২৫
মদ্যপ অবস্থায় উবার চালককে মারধর করার অভিযোগে জনপ্রিয় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) মধ্যরাতে মিরপুর মডেল থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “নোবেলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ...
২০ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
মদ্যপ অবস্থায় উবার চালককে মারধর করার অভিযোগে জনপ্রিয় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) মধ্যরাতে মিরপুর মডেল থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত ...