খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর সীমান্ত দিয়ে আবারও নারী ও শিশুসহ ৯ জন বাংলাদেশি নাগরিককে জোরপূর্বক পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (২৬ জুন) ভোররাতে মাটিরাঙ্গার গোমতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শান্তিপুর সীমান্ত দিয়ে এই পুশইন ঘটনা ঘটে।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, “মাত্র আট দিনের ব্যবধানে আবারও বিএসএফ নারী, পুরুষ ও শিশুসহ ৯ জনকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দিয়েছে। বর্তমানে তাদের স্থানীয় বেলছড়ি উচ্চ বিদ্যালয়ে রাখা হয়েছে। তাদের পরিচয় যাচাই চলছে। যাচাই শেষে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।”
এর আগে ১৯ জুন একই উপজেলার তাইন্দং ইউনিয়নের তানাক্কাপাড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে পুশইন করেছিল বিএসএফ। গত কয়েক মাস ধরেই মাটিরাঙ্গা ও পানছড়ি সীমান্ত দিয়ে বারবার এই ধরনের পুশইন ঘটনার কারণে সীমান্ত এলাকাগুলোতে উত্তেজনা ও উদ্বেগ বাড়ছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন, বিএসএফ কর্তৃক পুশইনের ফলে মানবিক ও নিরাপত্তা সংকট তৈরি হচ্ছে। সরকারিভাবে বিএসএফের এই আচরণের বিরুদ্ধে কূটনৈতিক পর্যায়ে প্রতিবাদ জানানোর দাবি উঠেছে।
বাংলাদেশ সীমান্ত রক্ষা বাহিনী (বিজিবি) সূত্রে জানা গেছে, প্রতিটি ঘটনায় নিয়ম অনুযায়ী পতাকা বৈঠকের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়েছে। তবে পুশইনের প্রবণতা কমেনি।
স্থানীয় প্রশাসন জানায়, পুশইন হওয়া ব্যক্তিদের মধ্যে বেশিরভাগই অসুস্থ, শিশু ও নারী। তাদের খাদ্য, চিকিৎসা ও নিরাপত্তা সহায়তা দেওয়ার পাশাপাশি জাতীয় পরিচয়পত্র বা ভারতীয় নাগরিকত্ব যাচাইয়ের কাজ চলছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তাদের ভবিষ্যৎ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সীমান্ত বিশ্লেষক ও মানবাধিকারকর্মীদের মতে, এ ধরনের একতরফা পুশইন আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে।
২০ জুলাই, ২০২৫
মদ্যপ অবস্থায় উবার চালককে মারধর করার অভিযোগে জনপ্রিয় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) মধ্যরাতে মিরপুর মডেল থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “নোবেলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ...
২০ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
মদ্যপ অবস্থায় উবার চালককে মারধর করার অভিযোগে জনপ্রিয় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) মধ্যরাতে মিরপুর মডেল থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত ...