বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন নিয়ে আশাবাদী হতে পারছেন না মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম আইটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, শেখ হাসিনার সরকারকে সরাতে যেই ঐক্য দেখা গিয়েছিল, এখন সেই ঐক্য আর বাংলাদেশে নেই।
এই সাক্ষাৎকারটি নেওয়া হয় মালয়েশিয়ার পুত্রাজায়ায়, মাহাথির মোহাম্মদের শততম জন্মবার্ষিকী উপলক্ষে। সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রশংসা করে বলেন, “তিনি ক্ষমতার লোভ করেননি, দরিদ্রদের জন্য কাজ করেছেন। তাঁর নোবেল পুরস্কার প্রাপ্তি যথার্থ।” তবে গণতন্ত্রের উত্তরণে যে ঐক্য প্রয়োজন, তা এখন আর অবশিষ্ট নেই বলেও মন্তব্য করেন তিনি।
মাহাথির বলেন, “মানুষ হাসিনাকে সরাতে ঐক্যবদ্ধ ছিল, কিন্তু কী ধরনের সরকার চায়—সে বিষয়ে কারও মধ্যে ঐক্য নেই। সবাই নিজের মতামত চাপিয়ে দিতে চায়, ফলে ঐক্যের জায়গায় বিভক্তি তৈরি হচ্ছে।”
বাংলাদেশকে আসিয়ান (ASEAN) সদস্য করার ইউনূসের আহ্বানের ব্যাপারে তিনি স্পষ্ট সন্দেহ প্রকাশ করেন। মাহাথির বলেন, “ভৌগোলিকভাবে বাংলাদেশ আসিয়ানের বর্তমান সীমার বাইরে। যদি সবাইকে নিতে থাকি, তাহলে আসিয়ান তো জাতিসংঘ হয়ে যাবে।” তবে বাংলাদেশকে ‘ডায়ালগ পার্টনার’ বা ‘অবজারভার’ হিসেবে যুক্ত করার পক্ষে মত দেন তিনি।
মাহাথির আরও জানান, কিছুদিন আগে জাপানে ইউনূসের সঙ্গে তার সাক্ষাৎ হয়, তবে সেখানে তিনি কোনো রাজনৈতিক পরামর্শ দেননি। “আমি তার কথা শুনেছি, সে সমস্যায় আছে, কিন্তু বাংলাদেশ কিভাবে চলবে তা বলার যোগ্যতা আমার নেই,”—বলেন তিনি।
আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে মাহাথির দার্শনিক ভঙ্গিতে বলেন, “গণতন্ত্রের একটি সমস্যা হলো—মানুষ সবসময় সেরা লোকটাকেই বেছে নেয় না। কিন্তু যদি চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেয়, তাহলে একটা ভালো সরকার গঠন সম্ভব।”
রোহিঙ্গা সংকটে মালয়েশিয়ার ভূমিকা নিয়েও কথা বলেন মাহাথির। তিনি বলেন, “আমরা যথেষ্ট করেছি। এখন অন্য দেশগুলোরও উচিত এগিয়ে আসা। বাংলাদেশ মিয়ানমারের পাশের দেশ, তাই তাদের দায়িত্ব বেশি।”
এই সাক্ষাৎকারে স্পষ্টভাবে উঠে এসেছে—মাহাথির মোহাম্মদের দৃষ্টিতে বাংলাদেশের রাজনীতিতে ঐক্যহীনতা, গণতন্ত্রে অনিশ্চয়তা এবং আন্তর্জাতিক ফোরামে অবস্থান স্পষ্ট করাকে ঘিরে সংকট। তবে তার দৃঢ় মত, যোগ্য নেতৃত্ব ও গণচেতনা থাকলে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে।
সোর্স: আইটিভি নিউজ
১৬ জুলাই, ২০২৫
গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টা ড: মোহাম্মদ ইউনূস ফেসবুকে একটি বিবৃতি প্রদান করে। এতে বলা হয়, আজ গোপালগঞ্জে সংঘটিত সহিংসতা সম্পূর্ণ অমার্জনীয়। তরুণ নাগরিকদের একটি শান্তিপূর্ণ সমাবেশ আয়োজন করে এবং তাদের বিপ্লবী আন্দোলনের এক বছর পূর্তি স্মরণ করা থেকে বিরত রাখার ঘটনা মৌলিক অধিকার লঙ্ঘনের নিকৃষ্ট উদাহরণ। ...
১৬ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
১৫ জুলাই, ২০২৫
১৫ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টা ড: মোহাম্মদ ইউনূস ফেসবুকে একটি বিবৃতি প্রদান করে। এতে বলা হয়, আজ গোপালগঞ্জে সংঘটিত সহিংসতা সম্পূর্ণ অমার্জনীয়। তরুণ নাগরিকদের একটি শান্তিপূর্ণ সমাবেশ আয়োজন করে এবং তাদের ...