দীর্ঘ এক যুগ পর ফের নিবন্ধন ফিরে পেল বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্বাচন কমিশন (ইসি) তাদের দলীয় নিবন্ধন এবং ঐতিহ্যবাহী প্রতীক ‘দাঁড়িপাল্লা’ পুনর্বহাল করেছে। মঙ্গলবার (২৪ জুন) ইসি সচিব আখতার আহমেদের সই করা একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের পরিপ্রেক্ষিতে ২০১৮ সালের ২৮ অক্টোবর ইসির পক্ষ থেকে প্রকাশিত দলটির নিবন্ধন বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে। এর ফলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন আবার কার্যকর হলো এবং দলটি সংবিধিবদ্ধ রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পেল।
একইসঙ্গে, দলের প্রতীক হিসেবে বহুল পরিচিত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকটিও ফিরে পেল জামায়াত। উল্লেখ্য, ২০১৬ সালে একটি প্রশাসনিক আদেশে নির্বাচন কমিশন দলের প্রতীক বাতিল করেছিল।
জামায়াতে ইসলামী প্রথম নিবন্ধন পায় ২০০৮ সালে। কিন্তু একাত্তরের মুক্তিযুদ্ধের সময় দলের ভূমিকা ও পরবর্তী সময়ের রাজনৈতিক অবস্থান নিয়ে বিতর্ক এবং আইনি চ্যালেঞ্জের মুখে পড়ে। ২০১৩ সালে হাইকোর্টের এক রায়ের ভিত্তিতে দলটির নিবন্ধন বাতিল করা হয়। এরপর ২০১৮ সালে ইসি আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন জারি করে দলটিকে নির্বাচন থেকে অযোগ্য ঘোষণা করে।
তবে এই প্রেক্ষাপটেই জামায়াত নিবন্ধন ফিরে পেতে আইনি লড়াই চালিয়ে আসছিল। অবশেষে সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে দলটি আবার সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ পেল।
১৬ জুলাই, ২০২৫
গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টা ড: মোহাম্মদ ইউনূস ফেসবুকে একটি বিবৃতি প্রদান করে। এতে বলা হয়, আজ গোপালগঞ্জে সংঘটিত সহিংসতা সম্পূর্ণ অমার্জনীয়। তরুণ নাগরিকদের একটি শান্তিপূর্ণ সমাবেশ আয়োজন করে এবং তাদের বিপ্লবী আন্দোলনের এক বছর পূর্তি স্মরণ করা থেকে বিরত রাখার ঘটনা মৌলিক অধিকার লঙ্ঘনের নিকৃষ্ট উদাহরণ। ...
১৬ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
১৫ জুলাই, ২০২৫
১৫ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টা ড: মোহাম্মদ ইউনূস ফেসবুকে একটি বিবৃতি প্রদান করে। এতে বলা হয়, আজ গোপালগঞ্জে সংঘটিত সহিংসতা সম্পূর্ণ অমার্জনীয়। তরুণ নাগরিকদের একটি শান্তিপূর্ণ সমাবেশ আয়োজন করে এবং তাদের ...