বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী সোমবার বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, দেশব্যাপী মানুষ তাকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে।
শনিবার (৩ মে) সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত প্রস্তুতিমূলক যৌথসভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, “বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে শুধু বিএনপি নয়, সারাদেশের মানুষ প্রস্তুত। কেউ যেন রাস্তা অবরোধ না করে, বরং দুই পাশে দাঁড়িয়ে এক হাতে জাতীয় পতাকা ও এক হাতে দলীয় পতাকা ধারণ করে শান্তিপূর্ণভাবে স্বাগত জানানো হবে।”
তিনি আরও জানান, খালেদা জিয়া একটি বিশেষ বিমানে করে ফিরবেন। তবে কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ফেরার বিষয়েও আলোচনা চলছে। খালেদা জিয়ার সঙ্গে তার দুই পুত্রবধূও দেশে ফিরবেন বলে জানান মহাসচিব।
২১ জুলাই, ২০২৫
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশু ও পাইলটসহ এ পর্যন্ত ২০ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭১ জন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) হতাহতের এ সংখ্যা জানিয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর হতাহ...
২১ জুলাই, ২০২৫
২১ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২১ জুলাই, ২০২৫
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশু ও পাইলটসহ এ পর্যন্ত ২০ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭১ জন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ...