দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দায়ের করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার (২৫ জুন) দুপুর ২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম।
এর আগে গত রোববার (২২ জুন) সকালে রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএনপি পক্ষ থেকে তিন সাবেক প্রধান নির্বাচন কমিশনারসহ ২৪ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ, তারা জনগণের ভোটাধিকার হরণ ও নির্বাচনপ্রক্রিয়া ধ্বংসে ষড়যন্ত্রে যুক্ত ছিলেন।
ওইদিন সন্ধ্যায় মামলার অপর আসামি সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে চার দিনের রিমান্ডে নেয়া হয়। সূত্র মতে, একই মামলায় সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালকেও গ্রেফতার দেখানো হয়েছে।
উল্লেখ্য, কাজী হাবিবুল আউয়াল ২০২৪ সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। ওই কমিশনে আরও ছিলেন মো. আলমগীর, আনিছুর রহমান, বেগম রাশিদা সুলতানা ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান।
অন্যদিকে কে এম নুরুল হুদা ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে অনুষ্ঠিত হয় ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন।
বিএনপি বলছে, এই তিন কমিশনের অধীন নির্বাচনে ব্যাপক কারচুপি ও জালিয়াতির মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে, যার বিরুদ্ধে এখন বিচার দাবি করছে জাতি।
২০ জুলাই, ২০২৫
মদ্যপ অবস্থায় উবার চালককে মারধর করার অভিযোগে জনপ্রিয় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) মধ্যরাতে মিরপুর মডেল থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “নোবেলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ...
২০ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
মদ্যপ অবস্থায় উবার চালককে মারধর করার অভিযোগে জনপ্রিয় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) মধ্যরাতে মিরপুর মডেল থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত ...