গাজীপুরের সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের একটি অডিও রেকর্ড সম্প্রতি ফাঁস হয়েছে। এতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য সারাদেশে অরাজকতা তৈরির নির্দেশনা দিয়েছেন বলে শোনা যায়। ১১ মিনিট ৯ সেকেন্ডের এই অডিও রেকর্ডটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।
অডিওটিতে জাহাঙ্গীর আলমকে বলতে শোনা যায়, “পৃথিবীর কোনো শক্তি আমাদের বাড়ি গুছিয়ে দিবে না। আমাদের নেতা (শেখ হাসিনা) তার কাজ করছেন। আমাদের যে কাজ, তা আমাদেরই করতে হবে। নিজেদের অবস্থান তৈরি করতে হবে। আপনাদের কী করতে হবে, ২৪ ঘণ্টা আগেই তা জানিয়ে দেওয়া হবে। যা বলা হবে, আপনারা নিজ নিজ জায়গা থেকে পালন করবেন। দ্রুতই আপনাদের সিদ্ধান্ত জানানো হবে।”
তিনি আরও বলেন, “শকুনেরা দেশ দখল করছে। তাদের দখল থেকে রক্ষা পেতে নিজেদের শৃঙ্খল থাকতে হবে। আমাদের দলের প্রধানকে কীভাবে দেশে আনা যায়, সেজন্য সবার মধ্যে ঐক্য, সততা ও সাহস থাকতে হবে। আমরা যদি ১ লাখ মানুষ একসঙ্গে হই, কোনো শক্তিই আমাদের দমাতে পারবে না। ওয়ার্ডে ওয়ার্ডে নিজের অবস্থান তৈরি করতে পারলে সারা দেশেই আমাদের শক্ত অবস্থান গড়ে উঠবে।”
জাহাঙ্গীর আলম তার বক্তব্যে আরও উল্লেখ করেন, “শুধু ছাত্রলীগেই ৩৬ লাখ নেতা থাকার কথা। আওয়ামী লীগের সব সহযোগী সংগঠন মিলিয়ে ১ কোটি ৭২ লাখ নেতা থাকার কথা ছিল। কিন্তু কী কারণে তা হয়নি, আপনারা সবাই জানেন। আমাদের ভুলত্রুটি ছিল, সেটাও আমরা জানি। আমরা সবাই কেন্দ্রীয় ও আন্তর্জাতিক নেতা হয়েছি, কিন্তু নিজের ওয়ার্ডের খবর জানি না। নিজের ওয়ার্ডে অন্য কেউ অবস্থান তৈরি করতে পারবে না। নিজ নিজ ওয়ার্ডে আমাদের অবস্থান গড়ে তুলতে হবে। তাহলেই সারা দেশেই আমাদের শক্ত অবস্থান নিশ্চিত হবে।”
এদিকে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “পতিত ফ্যাসিস্টরা নানা ধরনের ষড়যন্ত্র ও চক্রান্তের সঙ্গে জড়িত। ঐক্যবদ্ধভাবে তাদের এ চক্রান্ত মোকাবিলা করতে হবে। না হলে তারা আত্মগোপনে থেকে অপরাধমূলক কাজ চালিয়ে যাবে এবং দেশে অরাজকতা সৃষ্টি করবে।”
এই অডিও ফাঁসের ঘটনায় দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। অনেকেই এটিকে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হিসেবে দেখছেন। এ বিষয়ে সরকার ও আইন প্রয়োগকারী সংস্থার কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে।
জাহাঙ্গীর আলম বর্তমানে আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। তার এই বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে।
২১ জুলাই, ২০২৫
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশু ও পাইলটসহ এ পর্যন্ত ২০ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭১ জন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) হতাহতের এ সংখ্যা জানিয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর হতাহ...
২১ জুলাই, ২০২৫
২১ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২১ জুলাই, ২০২৫
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশু ও পাইলটসহ এ পর্যন্ত ২০ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭১ জন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ...