গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলে দলটির অনেক মন্ত্রী ও সংসদ সদস্য দেশ ছেড়ে পালিয়ে যান। এরপর দীর্ঘ সময় ধরে তাঁরা আত্মগোপনে থাকলেও ধীরে ধীরে বিভিন্ন দেশে, বিশেষ করে যুক্তরাজ্যে তাঁদের উপস্থিতি চোখে পড়তে শুরু করে। এই ধারাবাহিকতায় সম্প্রতি লন্ডনের ওটু এরিনার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমানের ছেলের বিবাহ অনুষ্ঠানে দেখা যায় একসঙ্গে বেশ কয়েকজন সাবেক মন্ত্রী ও এমপিকে।
বিয়ের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান, সাবেক প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। অনুষ্ঠানে অংশ নেওয়া এই সাবেক নেতারা ছিলেন হাসিখুশি মেজাজে। তাঁরা অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং অনেকের সঙ্গে ছবি তোলেন।
এর আগেও এই নেতাদের লন্ডনে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে। গত বছরের ৮ ডিসেম্বর শেখ হাসিনার ভার্চুয়াল সমাবেশে আব্দুর রহমান ও শফিকুর রহমান চৌধুরী প্রকাশ্যে উপস্থিত ছিলেন। চলতি বছরের ২ ফেব্রুয়ারি লন্ডনে এক কর্মী সমাবেশে দেখা যায় খালিদ মাহমুদ চৌধুরীকে। ৩০ মার্চ ঈদের জামাতে প্রকাশ্যে আসেন হাছান মাহমুদ, যিনি তখন বেলজিয়াম থেকে লন্ডনে ছেলের সঙ্গে ঈদ উদযাপন করতে এসেছেন বলে জানা যায়।
এই ধারাবাহিক উপস্থিতি শুধু প্রবাসে অবস্থানরত আওয়ামী নেতাদের সামাজিক সম্পৃক্ততারই নিদর্শন নয়, বরং অনেকে এটিকে একটি নতুন রাজনৈতিক পুনরাবৃত্তির সূচনা বলেও মনে করছেন। ক্ষমতা হারানোর পর দলটি যখন দেশের রাজনীতিতে কোণঠাসা, তখন প্রবাসী নেতৃত্বের প্রকাশ্য সক্রিয়তা ভবিষ্যতের রাজনৈতিক হিসাব-নিকাশে একটি নতুন মাত্রা যোগ করছে বলে বিশ্লেষকদের অভিমত।
২১ জুলাই, ২০২৫
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশু ও পাইলটসহ এ পর্যন্ত ২০ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭১ জন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) হতাহতের এ সংখ্যা জানিয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর হতাহ...
২১ জুলাই, ২০২৫
২১ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২১ জুলাই, ২০২৫
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশু ও পাইলটসহ এ পর্যন্ত ২০ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭১ জন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ...