ভারতের ৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে গত রোববার তিন দিনের প্রচারণার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর এ ঘোষণার তিন দিন পর গতকাল মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ৮ কোটির বেশি সেলফি আপলোড হয়েছে কেন্দ্র সরকারের ‘হর ঘর তিরঙ্গা’ ওয়েবসাইটে।
ভারতের বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, হর ঘর তিরাঙ্গা ওয়েবসাইটের হোম পেজে সেলফি আপলোড করার একটি বিকল্প মাধ্যম রয়েছে। সেখানে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ৮ কোটি ৮১ লাখ ২১ হাজার ৫৯১টি সেলফি আপলোড করেছে জনতা। ওয়েবসাইটটি জনগণকে গত ১৩ থেকে ১৫ আগষ্ট পর্যন্ত ভারতের পতাকার সঙ্গে সেলফি তুলে আপলোড করার আহ্বান জানিয়েছিল।
সেই আহ্বানে সাড়া দিয়ে ভারতীয়রা বিপুল সংখ্যক সেলফি আপলোড করেছেন।
গত রোববার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে জনসগণকে সেলফি তুলতে উদ্বুদ্ধ করেন। তিনি তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর অ্যাকাউন্টে ভারতের তপাকা আপলোড করেন।
স্বাধীনতা দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী নানা ধরনের আয়োজন ছিল। কেন্দ্রীয় মন্ত্রীরা শুক্রবার দিল্লির প্রগতি ময়দান এলাকায় ‘হর ঘর তিরাঙ্গা’ বাইক সমাবেশে অংশ নিয়েছিলেন।
গতকাল মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঐতিহাসিক লাল কেল্লায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের নানা আয়োজনের উদ্বোধন করেন।
২৬ জুলাই, ২০২৫
মধ্যপ্রাচ্যের ঝলমলে শহর দুবাইয়ে সম্প্রতি আয়োজিত "বাংলাদেশ ফল উৎসব ২০২৫" যেন এক টুকরো বাংলাদেশকে তুলে ধরেছিল প্রবাসীদের মাঝে। আবির বিজনেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই উৎসব শুধু দেশীয় ফলের পরিচিতিই বাড়ায়নি, বরং বাংলাদেশের ফল রফতানিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। এই উৎসব প্রমাণ করেছে যে, বিশ্ববাজারে বাংলাদেশি ফলের চাহিদা কতটা দ্রুত বাড়ছে, আর...
২৫ জুলাই, ২০২৫
২৫ জুলাই, ২০২৫
২৪ জুলাই, ২০২৫
২৪ জুলাই, ২০২৫
২৪ জুলাই, ২০২৫
২৬ জুলাই, ২০২৫
মধ্যপ্রাচ্যের ঝলমলে শহর দুবাইয়ে সম্প্রতি আয়োজিত "বাংলাদেশ ফল উৎসব ২০২৫" যেন এক টুকরো বাংলাদেশকে তুলে ধরেছিল প্রবাসীদের মাঝে। আবির বিজনেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই উৎসব শুধু দেশীয় ফলের পরিচিতিই বাড়ায়নি, বরং বাংলাদেশের ফল রফতানিতে নতুন সম্ভাবনা...