আন্তর্জাতিক স্বীকৃতি না পাওয়া কিছু দেশের দূত সেজে ভুয়া দূতাবাস পরিচালনার অভিযোগে ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদ থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)।
ধৃত ব্যক্তির নাম হর্ষবর্ধন জৈন (৪৮)। তিনি গাজিয়াবাদের একটি ভাড়া বাড়িতে ওয়েস্টার্কটিকা, সাবোরগা, পলভিয়া ও লোডোনিয়া নামের স্বীকৃতিহীন দেশের দূতাবাস পরিচালনা করছিলেন বলে অভিযোগ।
এসটিএফ জানায়, অভিযুক্ত নিজেকে এসব দেশের রাষ্ট্রদূত পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করতেন।
এসটিএফ নয়ডা ইউনিটের এসএসপি সুশীল ঘুলে জানান, “হর্ষবর্ধন ওয়েস্টার্কটিকা, সাবোরগা, পলভিয়া, লোডোনিয়া এবং আরও কয়েকটি স্বীকৃতিহীন দেশের প্রতিনিধিত্ব করার ভান করে বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে যোগাযোগ করতেন।”
পুলিশ জানিয়েছে, তার কাছ থেকে ভুয়া কূটনৈতিক পরিচয়পত্র, দাপ্তরিক সিলমোহর, বানানো দূতাবাসের ব্যানার, বিশেষ ধরনের নম্বরপ্লেটসহ একাধিক আপত্তিকর সামগ্রী উদ্ধার করা হয়েছে।
যেসব গাড়ি জব্দ করা হয়েছে, তার নম্বর প্লেট ছিল কূটনীতিকদের ব্যবহৃত গাড়ির নম্বর প্লেটের নকল। তবে এগুলোর কোনো সরকার বা আন্তর্জাতিক সংস্থার স্বীকৃতি ছিল না।
হর্ষবর্ধনের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি এবং রাষ্ট্রের নিরাপত্তা সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেছে এসটিএফ। তদন্ত চলমান রয়েছে।
ওয়েস্টার্কটিকা, সাবোরগা, পলভিয়া ও লোডোনিয়া, এই দেশগুলোর আন্তর্জাতিক কোনো স্বীকৃতি নেই। এদের অনেক সময় "মাইক্রোনেশন" বলা হয়ে থাকে, যেগুলো নিজেদের স্বাধীন রাষ্ট্র দাবি করলেও জাতিসংঘ বা কোনো সরকার তাদের বৈধ দেশ হিসেবে স্বীকার করে না।
সিটিজি পোস্ট/ এসএইচএস