বিরোধপূর্ণ সীমান্ত নিয়ে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে কয়েক সপ্তাহ ধরে চলা সীমান্ত উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) থাইল্যান্ডের সীমান্তবর্তী একটি বেসামরিক এলাকা ও হাসপাতাল লক্ষ্য করে বিস্ফোরক রকেট হামলা চালিয়েছে কম্বোডিয়া। এতে অন্তত ১২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১১ জনই বেসামরিক নাগরিক।
ন্যাশন থাইল্যান্ডের এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী সোমসাক থেপসুথিন সুরিন বেসামরিক এলাকা এবং হাসপাতালকে লক্ষ্য করে কম্বোডিয়ার সামরিক আক্রমণের নিন্দা জানিয়েছেন।
তিনি এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত যুদ্ধাপরাধ’ উল্লেখ করে একে আন্তর্জাতিক আইন এবং জেনেভা কনভেনশন লঙ্ঘন বলে অভিযোগ করেন।
থাই কর্তৃপক্ষ সংঘাতে এখন পর্যন্ত এক সেনাসহ ১২ জন নিহত এবং কমপক্ষে ১৪ জন আহত হওয়ার খবর দিয়েছে। এই ঘটনার পর থাইল্যান্ডের শিক্ষা মন্ত্রণালয় সীমান্তবর্তী এলাকার স্কুলগুলো সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এছাড়া কম্বোডিয়ার সাথে থাকা নিজেদের সব সীমান্ত বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে থাইল্যান্ড।
অপরদিকে কম্বোডিয়া এখনও তাদের হতাহতের সংখ্যা প্রকাশ করেনি, তবে তারা দাবি করেছে যে থাই যুদ্ধবিমান প্রাচীন প্রেহ বিহার মন্দিরের কাছে একটি রাস্তায় বোমা ফেলেছে।
বিবিসি বলছে, উভয় দেশই সীমান্তের কাছে তাদের নাগরিকদের এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। থাইল্যান্ড এরইমধ্যে ৪০ হাজার বেসামরিক নাগরিককে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে।
আল জাজিরার প্রতিবেদন মতে, থাইল্যান্ড ও কম্বোডিয়ার বিতর্কিত সীমান্ত এলাকায় বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোরে দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে বুধবার (২৩ জুলাই) এক থাই সেনা তার পা হারানোর কয়েক ঘণ্টা পর নতুন করে সংঘর্ষেন সূত্রপাত হয়। থাই সেনাবাহিনী বলছে, কম্বোডিয়ার সেনারা আগে উত্তর-পশ্চিম কম্বোডিয়ার ওদ্দার মিনচেই প্রদেশে অবস্থিত বিরোধপূর্ণ ‘তা মোয়ান থম মন্দিরে’র কাছে একটি এলাকায় এলোপাতাড়ি গুলি চালায়। এরপর তীব্র লড়াই শুরু হয়, যা এখনও চলছে।
থাই সেনাবাহিনী আরও জানিয়েছে, সেনা পাঠানোর আগে কম্বোডিয়া ওই এলাকায় একটি নজরদারি ড্রোন পাঠায়, এরপর আর্টিলারি ও দীর্ঘপাল্লার বিএম২১ রকেটের মতো ভারি অস্ত্র দিয়ে এলোপাতাড়ি গোলা ছোড়ে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলের দ্বিতীয় আঞ্চলিক সামরিক কমান্ড ফেসবুকে এক পোস্টে জানিয়েছে, সংঘর্ষ শুরু হওয়ার পর একাধিক এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। যুদ্ধবিমানগুলো এরই মধ্যে বোমা হামলা চালিয়ে দুটি কম্বোডিয়ান আঞ্চলিক সামরিক সহায়তা ইউনিট ধ্বংস করার দাবিও করেছে।
থাই সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল রিচা সুকসুওয়ানন্ট বলেছেন, কেবল সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলাগুলো চালানো হয়েছে। যদিও কম্বোডিয়ার পক্ষ থেকে থাই বিমান হামলার তথ্য নিশ্চিত করা হয়নি।
থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত বিরোধ বহুদিন ধরেই চলে আসছে। গত মে মাসেও একবার সংঘাতে জড়ায় দুই দেশের সেনারা। ওই লড়াইয়ে এক কম্বোডীয় সেনা নিহত হন।
সিটিজিপোস্ট/এসএমএফ
২৬ জুলাই, ২০২৫
মধ্যপ্রাচ্যের ঝলমলে শহর দুবাইয়ে সম্প্রতি আয়োজিত "বাংলাদেশ ফল উৎসব ২০২৫" যেন এক টুকরো বাংলাদেশকে তুলে ধরেছিল প্রবাসীদের মাঝে। আবির বিজনেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই উৎসব শুধু দেশীয় ফলের পরিচিতিই বাড়ায়নি, বরং বাংলাদেশের ফল রফতানিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। এই উৎসব প্রমাণ করেছে যে, বিশ্ববাজারে বাংলাদেশি ফলের চাহিদা কতটা দ্রুত বাড়ছে, আর...
২৫ জুলাই, ২০২৫
২৫ জুলাই, ২০২৫
২৪ জুলাই, ২০২৫
২৪ জুলাই, ২০২৫
২৬ জুলাই, ২০২৫
মধ্যপ্রাচ্যের ঝলমলে শহর দুবাইয়ে সম্প্রতি আয়োজিত "বাংলাদেশ ফল উৎসব ২০২৫" যেন এক টুকরো বাংলাদেশকে তুলে ধরেছিল প্রবাসীদের মাঝে। আবির বিজনেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই উৎসব শুধু দেশীয় ফলের পরিচিতিই বাড়ায়নি, বরং বাংলাদেশের ফল রফতানিতে নতুন সম্ভাবনা...