আম্বানি থেকে টাটা, ভোডাফোন কিংবা এয়ারটেল ভারতের সমস্ত বড় বড় কোম্পানি বিপদে পড়লেই তাঁর দ্বারস্থ হয়। তার একদিনের মামলা লড়ার পারিশ্রমিক ৩০ লক্ষ টাকা। আবার তিনিই পাকিস্তানে বন্দি ভারতীয় কুলভূষণ যাদবের মুক্তির মামলায় ভারত সরকারের হয়ে লড়লেও মাত্র এক টাকা পারিশ্রমিক নিয়েছিলেন।
বুদ্ধি আর তুখোর আইনি পাণ্ডিত্যের জেরে আজ তিনি ভারতের অন্যতম জনপ্রিয় এবং ধনী উকিল। তাঁর নাম হরিশ সালভে। বলিউডের সলমন খান থেকে শুরু করে দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন সকলেই তাঁর ক্লায়েন্ট।
মুকেশ আম্বানি, রতন টাটা, অনিল আম্বানিদের হয়েও আদালতে ওকালতি করেছেন হরিশ সালভে। কয়েক ঘন্টা ওকালতির জন্য তিনি ৩০ লক্ষ টাকা পারিশ্রমিক নিতেন। আর যে মামলায় হাত দিতেন, তাতে জয় নিশ্চিত।
২০১৭ সালে পাকিস্তানের আদালত ভারতীয় কুলভূষণকে যাদবকে মৃত্যুদণ্ড দিলে মামলা ওঠে আন্তর্জাতিক আদালতে আর সেখানে ভারত সরকারের হয়ে মামলা লড়েন হরিশ সালভে। আর তার বুদ্ধির জোরেই পাকিস্তান মারতে পারেনি কুলভূষণকে।
তবে জীবনে বিতর্কও কম ছিল না তাঁর। ভারত সরকার যখন ভোডাফোন কোম্পানির বিরুদ্ধে ২০ হাজার কোটি টাকার ট্যাক্স ফাঁকির মামলা করে, তখন ভোডাফোনের হয়ে মামলা লড়েন তিনি। সুপ্রিম কোর্টে তিনি ভোডাফোনকে জিতিয়ে দেন।
আবার সলমন খান ফুটপাথে গাড়ি চালিয়ে দুই ফুটপাথবাসীকে হত্যা করলে সেই মামলাতেও সলমনের উকিল ছিলেন তিনি। সেখানেও দুঁদে উকিল হরিশ সলমনের ৫ বছরের কারাদণ্ডের রায় খারিজ করতে বাধ্য করেন আদালতকে। বিতর্ক থাকলেও আজও ভারতের সেরা আইনজীবী তিনিই ।
২৬ জুলাই, ২০২৫
মধ্যপ্রাচ্যের ঝলমলে শহর দুবাইয়ে সম্প্রতি আয়োজিত "বাংলাদেশ ফল উৎসব ২০২৫" যেন এক টুকরো বাংলাদেশকে তুলে ধরেছিল প্রবাসীদের মাঝে। আবির বিজনেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই উৎসব শুধু দেশীয় ফলের পরিচিতিই বাড়ায়নি, বরং বাংলাদেশের ফল রফতানিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। এই উৎসব প্রমাণ করেছে যে, বিশ্ববাজারে বাংলাদেশি ফলের চাহিদা কতটা দ্রুত বাড়ছে, আর...
২৫ জুলাই, ২০২৫
২৫ জুলাই, ২০২৫
২৪ জুলাই, ২০২৫
২৪ জুলাই, ২০২৫
২৪ জুলাই, ২০২৫
২৬ জুলাই, ২০২৫
মধ্যপ্রাচ্যের ঝলমলে শহর দুবাইয়ে সম্প্রতি আয়োজিত "বাংলাদেশ ফল উৎসব ২০২৫" যেন এক টুকরো বাংলাদেশকে তুলে ধরেছিল প্রবাসীদের মাঝে। আবির বিজনেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই উৎসব শুধু দেশীয় ফলের পরিচিতিই বাড়ায়নি, বরং বাংলাদেশের ফল রফতানিতে নতুন সম্ভাবনা...