রাজধানীর বনশ্রী এলাকায় স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ডাকাতির ঘটনায় জড়িত ছয়জনের মধ্যে দুজনের পরিচয় মিলেছে। এরা হলেন পটুয়াখালীর বাউফলের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রভাবশালী নেতা আমিনুল ইসলাম এবং শ্রমিক দলের নেতা সুমন মোল্লা। আমিনুল ইসলাম পেশাদার ডাকাত হিসেবে পরিচিত এবং আগেও ডাকাতির মামলায় গ্রেপ্তার হয়েছিলেন।
গ্রেপ্তার আমিনুল ইসলাম বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের বাসিন্দা এবং উপজেলা ছাত্রলীগের সদস্য। অন্যদিকে, সুমন মোল্লা একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সহদপ্তর সম্পাদক।
আ স ম ফিরোজের সঙ্গে (ডানে) আমিনুল। ছবি: সংগৃহীত
স্থানীয় সূত্রে জানা গেছে, আমিনুল ইসলাম আগে একাধিক ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন। ২০২৩ সালের ৯ নভেম্বর পুলিশের যৌথ অভিযানে আমিনুলসহ সাত ডাকাতকে গ্রেপ্তার করা হয়। তিনি ডাকাত দলকে আশ্রয় দেওয়া এবং অস্ত্র সরবরাহের অভিযোগে জড়িত ছিলেন। পটুয়াখালীর আদালতে আমিনুল তার অপরাধ স্বীকারও করেছিলেন।
গ্রেপ্তারের পর আমিনুলের ফেসবুক প্রোফাইল থেকে তার সঙ্গে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আ স ম ফিরোজ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ দলের অনেক গুরুত্বপূর্ণ নেতার ছবি সামনে আসে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে পরিচিত ও প্রভাবশালী নেতা আমিনুল ইসলাম। তাঁকে গ্রেপ্তারের পর তাঁর সঙ্গে সাবেক চিফ হুইপ ও পটুয়াখালী-২ আসনের সাবেক সংসদ সদস্য আ স ম ফিরোজ, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ফিরোজের ছেলে রায়হান সাকিব, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ দলের অনেক গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে তাঁর ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান আরিফের সঙ্গে (বাঁয়ে) আমিনুল। ছবি: সংগৃহীত
বিভিন্ন সূত্র থেকে ওই দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তবে তাঁদের পরিচয় জানাতে গিয়ে কেউ নিজের পরিচয় প্রকাশ করতে রাজি হননি।
শ্রমিকদল নেতা সুমন (পাশের পোস্টারে তাঁর ছবি ও পদবি)। ছবি: সংগৃহীত
এ বিষয়ে বাউফল উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক হাসান মাহমুদ মঞ্জু বলেন, “আমি সুমন মোল্লাকে ব্যক্তিগতভাবে চিনি না। তিনি কীভাবে কমিটিতে এলেন, তা জানি না। তবে ইউনিয়ন শ্রমিক দলকে তাকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে।”
বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, “আমিনুল ইসলাম পেশাদার ডাকাত এবং ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। আগেও তাকে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
২১ জুলাই, ২০২৫
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশু ও পাইলটসহ এ পর্যন্ত ২০ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭১ জন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) হতাহতের এ সংখ্যা জানিয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর হতাহ...
২১ জুলাই, ২০২৫
২১ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২১ জুলাই, ২০২৫
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশু ও পাইলটসহ এ পর্যন্ত ২০ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭১ জন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ...