বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স কাতারে যাত্রাবিরতি শেষে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছে। বাংলাদেশ সময় সকাল ৬টা ৫ মিনিটে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে এয়ার অ্যাম্বুল্যান্সটি। সকাল ১০টায় বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে জানা গেছে।
এর আগে, লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সোমবার (৫ মে) রাত ৯টা ৩৫ মিনিটে রওনা দেন খালেদা জিয়া। বিদায়ের সময় সেখানে উপস্থিত ছিলেন তাঁর পুত্র তারেক রহমান ও নাতনি জাইমা রহমান।
দেশে ফেরার পর খালেদা জিয়া দুই পুত্রবধূকে সঙ্গে নিয়ে বিমানবন্দর থেকে সরাসরি গুলশানের ফিরোজা বাসভবনে যাবেন। এ সময় বিমানবন্দর থেকে খিলক্ষেত, কুর্মিটোলা, বনানী হয়ে গুলশান পর্যন্ত সড়কে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি থাকলেও এসএসসি পরীক্ষা চলমান থাকায় সড়কে ভিড় না করার নির্দেশ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে, পুলিশের অনুরোধে মঙ্গলবার সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা চালকদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারে অনুমতি দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট সব নিরাপত্তা সংস্থা প্রস্তুত রয়েছে।
২১ জুলাই, ২০২৫
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশু ও পাইলটসহ এ পর্যন্ত ২০ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭১ জন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) হতাহতের এ সংখ্যা জানিয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর হতাহ...
২১ জুলাই, ২০২৫
২১ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২১ জুলাই, ২০২৫
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশু ও পাইলটসহ এ পর্যন্ত ২০ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭১ জন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ...