অধিকৃত পশ্চিম তীরের জেরুকো শহরে এক শরণার্থী শিবিরে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত দুইজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে দেশটির মেডিকেল সূত্র।
জেরিকোর হাসপাতাল পরিচালক আজ মঙ্গলবার রয়টার্সকে বলেছেন, বুকে গুলিবিদ্ধ অবস্থায় দুই কিশোরকে হাসপাতালে দ্রুত নেওয়া হয়।
ওই এলাকার বাসিন্দারা বলেছেন, সেখানে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়েছে। তবে সংঘর্ষে নিহত দুইজন জড়িত ছিলেন কিনা-সেই সম্পর্কে কিছু জানা যায়নি।
তবে এ অভিযান নিয়ে ইসরায়েল বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বাসিন্দারা আরও জানান, অভিযান এক ঘণ্টার কম সময় ধরে চলেছিল। সাম্প্রতিক মাসগুলোতে অধিকৃত পশ্চিমতীরে সংঘর্ষের পরিমাণ অনেক বেড়েছে।
২৬ জুলাই, ২০২৫
মধ্যপ্রাচ্যের ঝলমলে শহর দুবাইয়ে সম্প্রতি আয়োজিত "বাংলাদেশ ফল উৎসব ২০২৫" যেন এক টুকরো বাংলাদেশকে তুলে ধরেছিল প্রবাসীদের মাঝে। আবির বিজনেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই উৎসব শুধু দেশীয় ফলের পরিচিতিই বাড়ায়নি, বরং বাংলাদেশের ফল রফতানিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। এই উৎসব প্রমাণ করেছে যে, বিশ্ববাজারে বাংলাদেশি ফলের চাহিদা কতটা দ্রুত বাড়ছে, আর...
২৫ জুলাই, ২০২৫
২৫ জুলাই, ২০২৫
২৪ জুলাই, ২০২৫
২৪ জুলাই, ২০২৫
২৪ জুলাই, ২০২৫
২৬ জুলাই, ২০২৫
মধ্যপ্রাচ্যের ঝলমলে শহর দুবাইয়ে সম্প্রতি আয়োজিত "বাংলাদেশ ফল উৎসব ২০২৫" যেন এক টুকরো বাংলাদেশকে তুলে ধরেছিল প্রবাসীদের মাঝে। আবির বিজনেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই উৎসব শুধু দেশীয় ফলের পরিচিতিই বাড়ায়নি, বরং বাংলাদেশের ফল রফতানিতে নতুন সম্ভাবনা...