চার মাস পর লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৪২ মিনিটে তাকে বহনকারী কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে খালেদা জিয়ার আগমনকে ঘিরে রাজধানীতে বিপুলসংখ্যক বিএনপি নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়। সকাল থেকেই দলীয় ও জাতীয় পতাকা হাতে রাস্তার দুই পাশে অবস্থান নেন তারা। বিমানবন্দর থেকে শুরু করে গুলশানের ফিরোজা ভবন পর্যন্ত পুরো পথজুড়েই দলীয় কর্মীদের উপস্থিতি দেখা যায়।
এ উপলক্ষে বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীদের জন্য পূর্বনির্ধারিত অবস্থান নির্ধারণ করে দেওয়া হয়। ঢাকা মহানগর উত্তর বিএনপি থেকে শুরু করে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, ওলামা দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনরা নির্দিষ্ট এলাকাভিত্তিক অবস্থান নেয়।
নিরাপত্তার বিষয়ে ট্রাফিক পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী আগে থেকেই সক্রিয় রয়েছে। বিমানবন্দর এলাকায় এবং গুলশানের বাসভবনে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে লন্ডন ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সহায়তায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি লন্ডনে যান এবং আজ একই ফ্লাইটে দেশে ফিরে আসেন।
২১ জুলাই, ২০২৫
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশু ও পাইলটসহ এ পর্যন্ত ২০ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭১ জন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) হতাহতের এ সংখ্যা জানিয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর হতাহ...
২১ জুলাই, ২০২৫
২১ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২১ জুলাই, ২০২৫
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশু ও পাইলটসহ এ পর্যন্ত ২০ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭১ জন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ...