গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যের আহ্বান খালেদা জিয়ার

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ২/৭/২০২৫, ১:০১:৩৪ PM

গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যের আহ্বান খালেদা জিয়ার

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার বিকেলে রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত ‘জুলাই–আগস্ট গণঅভ্যুত্থান: শোক ও বিজয়ের বর্ষপূর্তি’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।


খালেদা জিয়া বলেন, “আমাদের সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা দ্রুত কাজে লাগাতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে, কর্মসংস্থান তৈরি করতে হবে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে।”

তিনি জুলাই-আগস্ট অভ্যুত্থানে নিহতদের প্রতি শ্রদ্ধা ও আহতদের প্রতি সহমর্মিতা জানিয়ে বলেন, “তাদের আত্মত্যাগ যেন বৃথা না যায় তা নিশ্চিত করতে হবে। গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও পুনর্বাসনের দাবি জানাই।”

তিনি আরও বলেন, “আসুন, আমরা সবাই মিলে শহীদ জিয়ার স্বপ্নকে বাস্তবায়ন করি, কোটি মানুষের নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তব করি।”

একই অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন,“বর্তমান ভৌগোলিক ও রাজনৈতিক বাস্তবতায় এই পদ্ধতি দেশে বিভাজন সৃষ্টি করতে পারে। এটি ঐক্যের পরিবর্তে বিভক্তিমূলক সমাজ ও অস্থিতিশীল সরকার তৈরি করতে পারে।”

তারেক বলেন, “সংস্কার নিয়ে দলগুলো যে প্রস্তাব দিচ্ছে, তা বিবেচনা করেই দিয়েছে। তবে তা বাংলাদেশের প্রেক্ষাপটে উপযোগী কিনা, তা ভাবা প্রয়োজন।

সংখ্যানুপাতিক ব্যবস্থার আড়ালে ফ্যাসিস্ট পুনর্বাসনের সুযোগ তৈরি করা হচ্ছে কিনা, তা সব রাজনৈতিক নেতাকে গুরুত্ব দিয়ে ভাবতে হবে।”

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার কাজে ব্যস্ত থাকলে তা জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার থেকে বিচ্ছিন্ন করতে পারে।

ক্যাটাগরি:
কভার নিউজজাতীয়রাজনীতি

কভার নিউজ ক্যাটাগরি থেকে আরো

শিক্ষার্থীদের দাবির মুখে চট্টগ্রামের পটিয়া থানার ওসি নাজমুন নূর প্রত্যাহার

শিক্ষার্থীদের দাবির মুখে চট্টগ্রামের পটিয়া থানার ওসি নাজমুন নূর প্রত্যাহার

৩ জুলাই, ২০২৫

শিক্ষার্থীদের দাবির মুখে চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর–কে প্রত্যাহার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চলমান কর্মসূচির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয় বলে নিশ্চিত কর...