কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমের বিরুদ্ধে নতুন আরেকটি মামলায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। আগের মামলার অবশিষ্ট ৪ দিনের রিমান্ডসহ মোট ৭ দিনের রিমান্ড কার্যকর করা হয়েছে।
বুধবার সকাল ১০টায় পুলিশি পাহারায় জাফর আলমকে আদালতে হাজির করা হলে বিচারক শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের এপিপি গোলাম সরোয়ার।
এর আগে জাফর আলমের বিরুদ্ধে ৭টি মামলায় ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল, যার মধ্যে ১৪ দিন শেষ হয়েছে। আজকের নতুন মামলাসহ মোট ৮টি মামলায় তাকে রিমান্ডে নেওয়া হলো।
জাফর আলমকে আদালতে তোলার সময় চকরিয়া পৌর শহরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়। আদালত চত্বর ও আশপাশের এলাকায় মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ ও র্যাব সদস্য। চকরিয়া থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ইয়াসিন মিয়া বলেন, “সাবেক সংসদ সদস্য আদালতে হাজির হলে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে, সেজন্য পুলিশ, র্যাব এবং সেনাবাহিনী যৌথভাবে দায়িত্ব পালন করেছে। নিরাপত্তা নিশ্চিত রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে।”