নারায়ণগঞ্জে জুলাইয়ের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত শিশু রিয়া গোপ হত্যাকাণ্ডের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করেছে পুলিশ। সদর থানায় দায়ের করা মামলায় অজ্ঞাতনামা ২০০ জনকে আসামি করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বুধবার বিষয়টি নিশ্চিত করেন। মঙ্গলবার (১ জুলাই) পুলিশ নিজে বাদী হয়ে এ মামলাটি দায়ের করে। রিয়া গোপের পরিবার মামলা না করায় রাষ্ট্রপক্ষের উদ্যোগে মামলাটি নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ১৯ জুলাই, শুক্রবার, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের ওপর আওয়ামী লীগ সমর্থিত একটি দল আগ্নেয়াস্ত্র ও বোমা নিয়ে হামলা চালায়।
নয়ামাটি এলাকায় গুলশান হলের সামনে থেকে ধাওয়া খেতে খেতে হামলাকারীরা এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করলে স্থানীয় বাসিন্দা দীপক কুমারের বাড়ির ছাদে থাকা ৭ বছর বয়সী শিশু রিয়া গোপ মাথায় গুলিবিদ্ধ হন।
আত্মীয়-স্বজনরা প্রথমে তাকে নিকটবর্তী ভিক্টোরিয়া হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৪ জুলাই শিশুটি মৃত্যুবরণ করে।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, “জুলাই আন্দোলনের সময় শিশু রিয়া গোপ গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। তার পরিবার মামলা না করায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে। তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
চলতি বছরের জুলাই মাসজুড়ে সারা দেশে বৈষম্যবিরোধী ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে ছাত্র-জনতার গণআন্দোলন ছড়িয়ে পড়ে। আন্দোলনের সময় বিভিন্ন স্থানে সংঘর্ষ, গুলিবর্ষণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে।