কোটা সংস্কার আন্দোলনের সময় চট্টগ্রামের মুরাদপুর এলাকায় ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম ও ছাত্রশিবিরের শান্তসহ তিনজনকে হত্যার ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতা মাহিবী তাজওয়ার এখন সরকারিভাবে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি পেয়েছেন। গত ৪ মার্চ প্রকাশিত জুলাই আহতদের গেজেটে তার নাম অন্তর্ভুক্ত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়েছে।
মাহিবী তাজওয়ার চট্টগ্রাম লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং চট্টগ্রাম কলেজের ছাত্র। কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার সময় তিনি সরাসরি জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। আন্দোলনের সময় আহত হওয়ার দাবি করে তিনি তৎকালীন সংসদ সদস্য আব্দুল মোতালেবের সহায়তাও পেয়েছিলেন।
ছাত্র নেতা এস এম শাহেদ ইমন বলেন, “মাহিবী তাজওয়ার ওয়াসিম ও শান্তের শাহাদাতের দিন সেখানে উপস্থিত ছিল। ছাত্রদের হামলার পেছনে সে অন্যতম। এখন সে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি পেয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।”
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তালিকা তৈরির সময় ছাত্র প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করা হয়েছে। কোনো ভুল থাকলে তা সংশোধন করা হবে।”
অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুজ্জামান বলেন, “তালিকা তৈরির প্রতিটি ধাপে স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করা হয়েছে। কোনো ভুল চিহ্নিত হলে তা দ্রুত সংশোধন করা হবে।”
২১ জুলাই, ২০২৫
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশু ও পাইলটসহ এ পর্যন্ত ২০ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭১ জন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) হতাহতের এ সংখ্যা জানিয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর হতাহ...
২১ জুলাই, ২০২৫
২১ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২১ জুলাই, ২০২৫
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশু ও পাইলটসহ এ পর্যন্ত ২০ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭১ জন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ...