ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা ইসরায়েলের হার্জলিয়া ও তেল আবিবে অবস্থিত দুটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা স্থাপনায় পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মঙ্গলবার ভোরে পরিচালিত এই হামলায় ইসরায়েলের সামরিক গোয়েন্দা সদর দপ্তর এবং মোসাদ পরিচালিত একটি অপারেশন প্ল্যানিং সেন্টার লক্ষ্যবস্তু ছিল বলে জানায় আইআরজিসি।
আধা-সরকারি ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানায়, আইআরজিসির অ্যারোস্পেস ইউনিট এই অপারেশন পরিচালনা করে। হামলার লক্ষ্য ছিল— ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থা ‘আমান’-এর সদর দপ্তর, তেল আবিবে অবস্থিত মোসাদের একটি কৌশলগত অপারেশন প্ল্যানিং সেন্টার
বিবৃতিতে বলা হয়, “ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও এই হামলা সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। মোসাদের কার্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।”
হামলার বিষয়ে ইসরায়েলি গণমাধ্যমে জানানো হয়েছে, উপকূলীয় শহর হার্জলিয়ায় একটি স্পর্শকাতর এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা হয়। তবে এখনো পর্যন্ত ইসরায়েলি সামরিক কর্তৃপক্ষ এ হামলা বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
এই পাল্টা হামলা এমন সময় ঘটল, যখন মাত্র কয়েকদিন আগেই ইসরায়েল ইরানে একযোগে পারমাণবিক, সামরিক ও আবাসিক এলাকায় বিমান হামলা চালিয়েছিল। ওই হামলায় নিহত হয়েছিলেন ইরানের খাতাম আল–আনবিয়া সদর দপ্তরের তৎকালীন প্রধান জেনারেল গোলাম আলী রাশিদসহ বহু ব্যক্তি। পরে তাঁর স্থলাভিষিক্ত আলী শাদমানিকেও হত্যা করার দাবি করে ইসরায়েল।
আইআরজিসির দাবি, “ইসরায়েল বিনা উসকানিতে আগ্রাসন চালিয়েছে, যাতে আমাদের শীর্ষ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী এবং সাধারণ নারী-শিশুরাও নিহত হয়েছেন। এটি একটি যুদ্ধাপরাধ।”
২০ সেপ্টেম্বর, ২০২৫
মিয়ানমারে চলমান গৃহযুদ্ধ এখনো বন্ধ হয়নি। বিভিন্ন প্রদেশে জান্তা সরকারের সাথে বিদ্রোহিদের সংঘর্ষ বেশ জোরালোভাবে চলছে। গৃহযুদ্ধের এমন পরিস্থিতিতে গত ১৮ আগস্ট ২০২৫ মিয়ানমারের নির্বাচন কমিশন দেশটির সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করে। ভোট গ্রহণ শুরু হবে ২৮ ডিসেম্বর। এরপর ধাপে ধাপে ভোট অনুষ্ঠিত হবে।এরমধ্যেই ডিসেম্বরের ২৮ তারিখের সাধারণ নির্বাচনে ১২১টি টা...
২০ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৬ সেপ্টেম্বর, ২০২৫
২০ সেপ্টেম্বর, ২০২৫
মিয়ানমারে চলমান গৃহযুদ্ধ এখনো বন্ধ হয়নি। বিভিন্ন প্রদেশে জান্তা সরকারের সাথে বিদ্রোহিদের সংঘর্ষ বেশ জোরালোভাবে চলছে। গৃহযুদ্ধের এমন পরিস্থিতিতে গত ১৮ আগস্ট ২০২৫ মিয়ানমারের নির্বাচন কমিশন দেশটির সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করে। ভোট গ্রহণ শুরু হবে ২...