ইরানের পাল্টা ব্যালিস্টিক হামলায় ইসরায়েল “মর্মান্তিক ক্ষতির” মুখে পড়েছে—এ কথা প্রকাশ্যে স্বীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার (১৮ জুন) এক ভিডিও বিবৃতিতে তিনি বলেন, “ইরানের হামলায় আমরা অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছি। ইসরায়েল মর্মান্তিক ক্ষতি ভোগ করছে।”
দ্য টাইমস অব ইসরায়েলের বরাতে আনাদোলু এজেন্সি এই তথ্য জানায়। ভিডিও ভাষণে নেতানিয়াহু মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান ইসরায়েলের পাশে থাকার জন্য। তিনি বলেন, “গত রাতসহ আমরা ট্রাম্পের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছি। আমাদের মধ্যে উষ্ণ আলাপ হয়েছে।”
নেতানিয়াহু আরও দাবি করেন, “আমাদের দেশের অভ্যন্তরীণ ফ্রন্ট শক্তিশালী, জনগণ অটল এবং ইসরায়েল এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী।”
তিনি বলেন, “গাজা উপত্যকায় যুদ্ধ এখনো তীব্র। যতক্ষণ না অপহৃতদের উদ্ধার করা হয় এবং হামাস পুরোপুরি ধ্বংস না হয়, লড়াই চলবে।”
ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের ব্যালিস্টিক হামলায় কমপক্ষে ২৪ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন।
অন্যদিকে, ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটি ও কমান্ড পোস্টে ইসরায়েলি হামলায় ৫৮৫ জন নিহত এবং ১,৩০০ জনের বেশি আহত হয়েছেন বলে দাবি করেছে ইরানি সংবাদমাধ্যম।
তবে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস ইন ইরান (HRAI) জানিয়েছে, নিহতের প্রকৃত সংখ্যা ৬৩৯ জন।
বিশ্লেষকদের মতে, এই যুদ্ধ মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী সংঘর্ষের নতুন অধ্যায় শুরু করতে পারে, যেখানে ইরান, ইসরায়েল ছাড়াও যুক্তরাষ্ট্র, সৌদি আরব, ও লেবাননের হিজবুল্লাহ জড়িয়ে পড়তে পারে।