বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া উদ্যোগে বিএনপি আন্তরিকভাবে সহযোগিতা করছে।
রোববার (২০ এপ্রিল) সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফার সংলাপে অংশগ্রহণের আগে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, “আমরা সব বিষয়ে স্বচ্ছতা, আন্তরিকতা এবং গুরুত্বের সঙ্গে সংস্কার উদ্যোগগুলোতে সহযোগিতা করছি। জনগণের আকাঙ্ক্ষা ও দেশের ভবিষ্যৎ বিবেচনায় এই সংস্কার কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
আজকের সংলাপে বিএনপির পক্ষে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়, যার নেতৃত্ব দেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এর আগে ১৭ এপ্রিল প্রথম দফার আলোচনায় অংশ নিয়েছিল আরেক প্রতিনিধি দল, যেটির নেতৃত্বে ছিলেন সালাহউদ্দিন আহমেদ নিজেই।
উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পদত্যাগ করার পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। নতুন সরকার রাষ্ট্রীয় সংস্কারের অংশ হিসেবে দুই ধাপে ১১টি কমিশন গঠন করে। সেই কমিশনগুলোর সুপারিশের ভিত্তিতে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে জাতীয় ঐকমত্য কমিশন, যার নেতৃত্বে রয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
এই কমিশনের কার্যক্রম শুরু হয় ১৫ ফেব্রুয়ারি। ধারাবাহিকভাবে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ চালিয়ে যাচ্ছে কমিশন।
২১ জুলাই, ২০২৫
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশু ও পাইলটসহ এ পর্যন্ত ২০ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭১ জন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) হতাহতের এ সংখ্যা জানিয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর হতাহ...
২১ জুলাই, ২০২৫
২১ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২১ জুলাই, ২০২৫
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশু ও পাইলটসহ এ পর্যন্ত ২০ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭১ জন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ...