বিশিষ্ট অনলাইন অ্যাকটিভিস্ট আসিফ সৈকত তাঁর ব্যাক্তিগত ভেরিফায়েড ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন,বিএনপির বিরুদ্ধে মিডিয়া ক্যু হবে অচিরেই।
রবিবার (৯ মার্চ ) আসিফ তাঁর এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ কথা জানান।
আসিফ তাঁর ফেসবুক পোস্টে উল্লেখ করেন, খুব দ্রুত রাজনৈতিক জট তৈরি হবে , এই জট লালনের আখড়ার সবচেয়ে বয়স্ক সন্ন্যাসীর চুলের জটের চেয়েও পেঁচানো জটিল জট ।
বিশ্বাস অবিশ্বাস আর রাজনৈতিক ব্যাকস্টেবে নতুন নতুন জোট ভাঙ্গবে গড়বে। বিএনপিকে কৌশলে এমবুশড করে দেয়া হবে , বিএনপির বিরুদ্ধে মিডিয়া ক্যু হবে অচিরেই। কারও বাড়ির সামনের বালতি হারিয়ে গেলেও নিউজ হবে – ” ছাত্রদলের কর্মী বালতি নিয়ে লাপাত্তা “মানুষকে বোঝানো হবে একটা বালতির লোভও বিএনপি সামলাতে পারেনা , ক্ষমতায় এলে কি করবে !
আপাতত আওয়ামী লীগের রাজনৈতিক স্টাবলিশমেন্ট সম্ভব না উল্লেখ করে তিনি আরো বলেন, সেক্ষেত্রে গণবিস্ফোরণ হবে । এই গণবিস্ফোরণ সামলানোর ক্ষমতা ভারতের নেই । মূল দুই দল বিএনপি আর জামাত যেনো নির্বাচনের বিষয়ে ঐক্যমতে পৌঁছাতে না পারে , দেশে অস্হিরতা তৈরি হয় – এটাই আপাতত মূল মিশন হবে ।
জানাক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ বাকীদলকে সুবিধা করে দেয়া হবে বিএনপিকে এমবুশড করে । তবে এটাও ধ্রুব সত্য বিএনপিকে মাইনাস করে দেয়া অসম্ভব । বিএনপিকে কোনঠাঁসা করে দিয়ে আসন সংখ্যা সর্বোচ্চ কতোটুকু কমিয়ে আনা যায় – এটাই টার্গেট হবে, সাথে বিএনপির মারাত্মক ইমেজ সংকট তৈরি করতে তৎপর থাকবে ওপারের খেলোয়াড়রা ।
আপাত দিক থেকে বিএনপির এই এমবুশড পরিস্হিতি জামাতের জন্য সুবিধা হলেও দীর্ঘমেয়াদে গণতন্ত্র ক্ষতিগ্রস্হ হবে। বিএনপি ঠেকাতে জামাতের সাথে জানাক + বৈষম্যবিরোধী ছাত্র আন্দেলনকে জোটবদ্ধ হওয়ার ফর্মূলাও আসতে পারে এপার বা ওপার থেকে।
তিনি তাঁর পোস্টে আরো জানান, জামাত যদি বিএনপির সাথে আলোচনা করে ভোটের দিনক্ষণের বিষয়ে ঐক্যমতে পৌঁছাতে পারে , সেটা জামাতের ভবিষ্যত রাজনীতির জন্য স্মুথ হবে বলে আমার ব্যক্তিগত অভিমত। কারণ পার্লামেন্টে জামাত প্রধাণ বিরোধী দল হলে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি জামাত দুই দলই ভারতকে ছাড় দিবেনা । কারণ দুই দলের তৃণমূলের মারাত্মক চাপ বলবৎ থাকবে দলদুটোর নীতি নির্ধারকদের উপর।
এই ঐক্য দিয়ে সংবিধান সংশোধন , জুলাই গণহত্যার বিচার , বিডিআর গণহত্যা সহ সকল মজলুম এবং রাজপথে শহীদদের সাথে হয়ে যাওয়া প্রতিটা আওয়ামী ইনজাস্টিজের বিচারের পথকে প্রশস্ত করবে।
ভারত কি চাইবে এই ঐক্যে বিএনপি জামাত পৌঁছাক ? নিশ্চিতভাবেই না। তারা বিএনপি জামাতের ভারতপন্থী উইং গুলোকে একটিভ করে দেবে , একেক নেতা একেক কথা বলা শুরু করবে , সিদ্ধান্তহীনতা তৈরি হবে জনমনে। এই সুযোগেই শাহবাগী নট নটি , আম্লীগের প্রতাত্মারা কেওয়াজ তৈরি করে সরকারকে আনস্টেবল করে দেয়ার সর্বোচ্চ চেষ্টা করবে । হেফাজতসহ ইসলামিক দলগুলোকে অহেতুক উসকে দেয়া হবে , তারা রাজপথে নেমে এলেই ভারতের পোয়া বারো !
সেই সময়ে ২/৩ টা জঙ্গী হামলা বা স্যাবোটেজ ঘটিয়ে ইসলামিক দলগুলোর উপর দায় চাপানোর সর্বোচ্চ চেষ্টাও চলবে।কুল হেডে ভাবুন , কোন পথে হাঁটবেন ।পদে পদে লাল সবুজের পতাকা নিয়ে ষড়যন্ত্র চলমান ।দিনশেষে ভাইয়ে ভাইয়ে অবিশ্বাস , আর ক্ষমতার মোহের ভুল চালে অস্তমিত হয়ে যেতে পারে সম্ভাবনার সূর্য্য।জলপাই বাগানের দিকে হাঁটবে এই অভাগা জাতিদূরে দেখা যাবে সিকিম ……….
শেষে আসিফ উল্লেখ করেন ( ব্যক্তিগত এনালাইসিস বা সম্ভাবনা , মনে রাখবেন – সম্ভাবনা শব্দটাই আনপ্রেডিক্টেবল)
২১ জুলাই, ২০২৫
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশু ও পাইলটসহ এ পর্যন্ত ২০ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭১ জন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) হতাহতের এ সংখ্যা জানিয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর হতাহ...
২১ জুলাই, ২০২৫
২১ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২১ জুলাই, ২০২৫
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশু ও পাইলটসহ এ পর্যন্ত ২০ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭১ জন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ...