পাঁচলাইশে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৫

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ২৪ অক্টোবর, ২০২৫

পাঁচলাইশে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৫

চট্টগ্রামের পাঁচলাইশে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পাঁচলাইশ মডেল থানা পুলিশ ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের সামনে চট্টগ্রাম-কক্সবাজার রেল লাইনের উত্তর পাশে নার্সারির সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. রবিউল ইসলাম ওরফে গাটু (২৪), আলমগীর হোসেন ওরফে ডাকু (২৩), মো. মেহেদী হাসান সাগর (২৮), মো. ইমন (২৫) এবং মো. শাহাদাত খান সবুজ (২৫)। পুলিশ জানায়, তারা সবাই দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

পুলিশ জানায়, ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে রবিউলের কাছ থেকে কাঠের হাতলযুক্ত একটি দা, আলমগীরের কাছ থেকে সিলভার রঙের একটি স্টিলের টিপছোরা, মেহেদীর কাছ থেকে লোহার হাতলযুক্ত একটি ছুরি, ইমনের কাছ থেকে কালো রঙের একটি টিপছোরা এবং শাহাদাতের কাছ থেকে একটি লোহার রড উদ্ধার করা হয়। এছাড়া অজ্ঞাতনামা পলাতক আসামিদের ফেলে যাওয়া কাঠের হাতলযুক্ত একটি লোহার কিরিচ ও একটি লোহার ছেনিও জব্দ করা হয়।

এসব অস্ত্র ঘটনাস্থলে পর্যাপ্ত লাইটের আলোতে জব্দ তালিকা মূলে জব্দ করে থানায় নিয়ে আসা হয়। পরে পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে লিখিত এজাহার দাখিল করা হয়।

ঘটনার পর গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পাঁচলাইশ মডেল থানায় মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তাদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়।

সিটিজিপোস্ট/এমএইচডি

ক্যাটাগরি:
চট্টগ্রাম