রাঙামাটির বিলাইছড়িতে কাপ্তাই হ্রদে নৌকা থেকে পড়ে পানিতে ডুবে লতা মারমা (৩৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লতা মারমা কেঙড়াছড়ি ইউনিয়নের পূর্ব পাড়ার শামুক ছড়ি গ্রামের বাসিন্দা মিলন কান্তি চাকমার স্ত্রী। তিনি দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জননী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্বামীর জন্য ওষুধ আনতে কেঙড়াছড়ি গ্রাম থেকে নৌকাযোগে বিলাইছড়ি বাজারে যাচ্ছিলেন লতা মারমা। পথে কেরণছড়ি এলাকায় নৌকা থেকে তিনি ও এক শিশু কাপ্তাই হ্রদের পানিতে পড়ে যান। পরে শিশুটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও লতা মারমাকে খুঁজে পাওয়া যায়নি।
ঘটনার পর স্থানীয়রা মাছ ধরার জাল দিয়ে হ্রদে তল্লাশি শুরু করেন। প্রায় তিন ঘণ্টা পর সকাল সাড়ে ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বলেন, “মরদেহ উদ্ধার করে বিলাইছড়ি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহটি থানার হেফাজতে রয়েছে। পরিবারের সদস্যরা আসার পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।”
সিটিজিপোস্ট/ এসএইচএস