কুতুবদিয়ায় বিশুদ্ধ ও নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের কৈলস্যাঘোনা এলাকায় এ প্ল্যান্টের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ ফরহাদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে এনজিও ফোরাম ফর পাবলিক হেলথের প্রকল্প পরিচালক মো. তরিকুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ইউনিসেফের অর্থায়নে এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ প্রকল্পটি বাস্তবায়ন করেছে। প্রকল্পের আওতায় কুতুবদিয়ায় চারটি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। কর্মকর্তারা জানান, এসব প্ল্যান্টে খালের লবণাক্ত পানি সাত ধাপে অত্যাধুনিক প্রক্রিয়ায় পরিশোধন করে বিশুদ্ধ পানিতে রূপান্তর করা হবে। প্রতিটি প্ল্যান্ট থেকে দুটি পদ্ধতিতে নিরাপদ পানি সংগ্রহ করা যাবে।
২২ আগস্ট, ২০২৫
কক্সবাজারের উখিয়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, "দ্রুত নির্বাচন না হলে দেশ গভীর সংকটে নিপতিত হবে। একমাত্র নির্বাচিত সরকারের পক্ষেই দেশে স্থিতিশীলতা ও শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব।"শুক্রবার (২২ আগস্ট) বিকেলে উখিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত উখিয়া উপজেলা বিএনপির...
২২ আগস্ট, ২০২৫
২১ আগস্ট, ২০২৫
২১ আগস্ট, ২০২৫
২১ আগস্ট, ২০২৫
২০ আগস্ট, ২০২৫
২২ আগস্ট, ২০২৫
কক্সবাজারের উখিয়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, "দ্রুত নির্বাচন না হলে দেশ গভীর সংকটে নিপতিত হবে। একমাত্র নির্বাচিত সরকারের পক্ষেই দেশে স্থিতিশীলতা ও শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভ...