কোতোয়ালীতে সাবেক এমপি নদভীর পিএস রাসেল গ্রেফতার

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১৩/৭/২০২৫, ১২:৪৭:৪৮ PM

কোতোয়ালীতে সাবেক এমপি নদভীর পিএস রাসেল গ্রেফতার

চট্টগ্রামের কোতোয়ালী থানার নন্দনকানন এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে হামলার মামলায় সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভীর ব্যক্তিগত সহকারী (পিএস) মো. রাসেল উদ্দীনকে গ্রেফতার করেছে পুলিশ।


শনিবার (১২ জুলাই) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম। তিনি বলেন, “রাসেল উদ্দীন ওই মামলার অন্যতম অভিযুক্ত। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।”

পুলিশ জানায়, চলতি বছরের শুরুতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বৈষম্যের বিরুদ্ধে শিক্ষার্থী ও সাধারণ জনগণ ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলন’ গড়ে তোলে। সেই আন্দোলনের ওপর চালানো একাধিক সহিংস হামলার ঘটনায় দায়ের হওয়া মামলাগুলোর একটিতে রাসেল উদ্দীনের সরাসরি সম্পৃক্ততা রয়েছে।

গ্রেফতারের পর রাসেল উদ্দীনকে থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রবিবার সকালে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

ক্যাটাগরি:
চট্টগ্রাম

চট্টগ্রাম ক্যাটাগরি থেকে আরো

রাজনৈতিক নিয়োগের দায়ে সিভাসুর তিন কর্মকর্তার পদাবনতি

রাজনৈতিক নিয়োগের দায়ে সিভাসুর তিন কর্মকর্তার পদাবনতি

১৪ জুলাই, ২০২৫

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) অবৈধ নিয়োগের অভিযোগে তিন কর্মকর্তাকে পদাবনতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা না থাকা ও নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে...