জেমিসন মেটারনিটি হাসপাতালে তুলকালাম: যুবলীগ নেতা আটক, ইনচার্জের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১৪/৭/২০২৫, ১২:৩৯:২২ PM

জেমিসন মেটারনিটি হাসপাতালে তুলকালাম: যুবলীগ নেতা আটক, ইনচার্জের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

চট্টগ্রামের আন্দরকিল্লায় অবস্থিত জেমিসন রেড ক্রিসেন্ট মেটারনিটি হাসপাতালে রবিবার সন্ধ্যায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা হাসপাতালের ভাইস চেয়ারম্যানের কক্ষ থেকে এক যুবলীগ নেতা আমিরুল ইসলাম শাহনুরকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। একই সময়ে তাঁরা হাসপাতালের ইনচার্জ আলাউদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে ব্যাপক আর্থিক অনিয়ম ও নারী কেলেঙ্কারির অভিযোগ এনে তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


জানা গেছে, রবিবার হাসপাতালে ম্যানেজমেন্ট কমিটির সভা চলছিল। এ সময় স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সভায় উপস্থিত হয়ে হাসপাতালের ইনচার্জ আলাউদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম তুলে ধরেন এবং তাঁর শাস্তির দাবি জানান।

সভা চলাকালীন ছাত্ররা জানতে পারেন যে, হাসপাতালের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম ইউসূফের সঙ্গে দেখা করতে এসেছেন যুবলীগ নেতা আমিরুল ইসলাম শাহনুর। খবর পেয়ে ছাত্ররা শাহনুরকে ধরে জিজ্ঞাসাবাদ করেন এবং পরে তাঁকে কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

ছাত্ররা হাসপাতালের ইনচার্জ আলাউদ্দিন পাটোয়ারীকেও জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তাঁর মোবাইলের কল লিস্ট যাচাই করে আওয়ামী আমলে দায়িত্ব পালন করা সাবেক চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজমের সঙ্গে তাঁর যোগসাজশের প্রমাণ পাওয়ার দাবি করেন ছাত্ররা। এই ঘটনার পর বাকবিতণ্ডার একপর্যায়ে ছাত্ররা ইনচার্জকে তাঁর অফিস থেকে বের করে দেন।

হাসপাতালের ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ডা. ইমরান বিন ইউনুস জানান, এটি হাসপাতাল পরিচালনা কমিটির প্রথম সভা ছিল এবং এতে ছাত্র প্রতিনিধিরা ইনচার্জের বিভিন্ন অনিয়ম তুলে ধরেন। পরে যুবলীগ নেতার উপস্থিতির খবর পেয়ে ছাত্ররা তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক ও ম্যানেজমেন্ট কমিটির সদস্য আব্দুল আওয়াল চৌধুরীও একই ধরনের বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, "সরকার পরিবর্তনের পর নতুন কমিটি না থাকার সুযোগ নিয়ে হাসপাতালের ইনচার্জ আলাউদ্দিন পাটোয়ারী নানা অনিয়ম করেছেন। ছাত্ররা এ বিষয়ে অভিযোগ করলে, তাঁর ফোনের কললিস্ট পরীক্ষা করে আওয়ামী দোসরদের সঙ্গে তাঁর যোগাযোগের সত্যতা মিলেছে।"

এই ঘটনাকে কেন্দ্র করে জেমিসন মেটারনিটি হাসপাতালে তীব্র উত্তেজনা বিরাজ করছে এবং ইনচার্জ আলাউদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের দাবি জোরালো হচ্ছে।

ক্যাটাগরি:
চট্টগ্রাম

চট্টগ্রাম ক্যাটাগরি থেকে আরো

দুদকের জালে ফজলে করিম, ১১৪ কোটি টাকার দুর্নীতিতে মামলা দায়ের

দুদকের জালে ফজলে করিম, ১১৪ কোটি টাকার দুর্নীতিতে মামলা দায়ের

১৩ জুলাই, ২০২৫

ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ১১৪ কোটি ৫৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।রোববার (১৩ জুলাই) বিকেলে দুদকের চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচা...