চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন পূর্ব নাসিরাবাদ এলাকায় একটি কাভার্ডভ্যানে করে অবৈধভাবে গ্যাস পরিবহনের সময় সিলিন্ডার লিক করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রবিবার (১৩ জুলাই) সকাল ১১টার দিকে বায়েজিদ বোস্তামী সড়কের কসমোপলিটন গেট এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ২ নম্বর গেটের দিকে গমনরত একটি কাভার্ডভ্যান থেকে হঠাৎ গ্যাস বের হতে দেখা যায়। এতে আশপাশের লোকজন দ্রুত সরে যান এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস, পুলিশ এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিসের একটি দল কাভার্ডভ্যানটির পেছনের দরজা খুলে দেখতে পায়, ভেতরে গ্যাসভর্তি বেশ কিছু সিলিন্ডার রয়েছে। তবে সেগুলোর সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) আমীর হোসেন বলেন, “গাড়ির চালক ও সহকারী সিলিন্ডার লিকেজের পরপরই পালিয়ে যায়। ফলে এখনো নিশ্চিত হওয়া যায়নি, সিলিন্ডারগুলো কোথা থেকে এসেছে বা কোথায় যাচ্ছিল।”
এ বিষয়ে ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বায়েজিদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. কামরুজ্জামান বলেন, “কাভার্ডভ্যানে করে গ্যাস সিলিন্ডার পরিবহন আইনগতভাবে নিষিদ্ধ এবং এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই পদ্ধতিতে গ্যাস বহন কোনোভাবেই অনুমোদনযোগ্য নয়।”
তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গ্যাস লিক বন্ধসহ আশপাশের এলাকা নিরাপদ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।
এ ঘটনায় পুলিশ ও ট্রাফিক বিভাগ তদন্ত শুরু করেছে। অবৈধ গ্যাস পরিবহনের উৎস ও চক্র শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
১৪ জুলাই, ২০২৫
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) অবৈধ নিয়োগের অভিযোগে তিন কর্মকর্তাকে পদাবনতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা না থাকা ও নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের একটি সিন্ডিকেট সভায় পদানবতির এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় সংশ্ল...
১৪ জুলাই, ২০২৫
১৪ জুলাই, ২০২৫
১৩ জুলাই, ২০২৫
১৩ জুলাই, ২০২৫
১৩ জুলাই, ২০২৫
১৪ জুলাই, ২০২৫
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) অবৈধ নিয়োগের অভিযোগে তিন কর্মকর্তাকে পদাবনতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা না থাকা ও নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে...