ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ১১৪ কোটি ৫৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (১৩ জুলাই) বিকেলে দুদকের চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক নিজাম উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদক চট্টগ্রামের উপপরিচালক সুবেল আহমেদ।
তিনি জানান, ফজলে করিম চৌধুরী ক্ষমতার অপব্যবহার করে সরাসরি ৫ কোটি ৯৪ লাখ ৯২ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া তাঁর নামে থাকা ১২টি ব্যাংক হিসাবে ১০৮ কোটি ৬৪ লাখ ৮৫ হাজার টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। এসব অভিযোগে তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর রাষ্ট্রপতির সিদ্ধান্তে জাতীয় সংসদ ভেঙে দেওয়া হলে সংসদ সদস্য পদ হারান ফজলে করিম চৌধুরী। এরপর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
পরবর্তীতে ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় তাঁকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। ১৯ সেপ্টেম্বর তাঁকে একটি হেলিকপ্টারে করে ব্রাহ্মণবাড়িয়া কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়।
আদালতে হাজির করার সময় ফজলে করিমের প্রিজন ভ্যানে ডিম ছুড়ে ক্ষোভ প্রকাশ করেন বিক্ষুব্ধ জনতা। সেই ঘটনার পর থেকে নিরাপত্তাজনিত কারণে তাঁকে আর সরাসরি আদালতে হাজির না করে ভার্চ্যুয়াল শুনানির মাধ্যমে মামলার কার্যক্রম চালানো হচ্ছে।
সিটিজিপোস্ট/এসএমএফ
১৪ জুলাই, ২০২৫
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) অবৈধ নিয়োগের অভিযোগে তিন কর্মকর্তাকে পদাবনতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা না থাকা ও নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের একটি সিন্ডিকেট সভায় পদানবতির এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় সংশ্ল...
১৪ জুলাই, ২০২৫
১৪ জুলাই, ২০২৫
১৩ জুলাই, ২০২৫
১৩ জুলাই, ২০২৫
১৩ জুলাই, ২০২৫
১৪ জুলাই, ২০২৫
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) অবৈধ নিয়োগের অভিযোগে তিন কর্মকর্তাকে পদাবনতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা না থাকা ও নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে...