রাজনৈতিক নিয়োগের দায়ে সিভাসুর তিন কর্মকর্তার পদাবনতি

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১৪/৭/২০২৫, ৭:১৭:২৩ PM

রাজনৈতিক নিয়োগের দায়ে সিভাসুর তিন কর্মকর্তার পদাবনতি

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) অবৈধ নিয়োগের অভিযোগে তিন কর্মকর্তাকে পদাবনতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা না থাকা ও নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।


সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের একটি সিন্ডিকেট সভায় পদানবতির এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট একটি সূত্র থেকে জানা যায়, পদাবনতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছে তরিকুল ইসলাম ও আদিত্য চৌধুরী ছিলেন ষষ্ঠ গ্রেডের কর্মকর্তা ও পাপিয়া সেন কর্মরত ছিলেন সপ্তম গ্রেডে।

সিন্ডিকেট মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে এদের সকলকে নবম গ্রেডভুক্ত পদে পদাবনতি দেওয়া হয়েছে। তরিকুল ইসলামকে ম্যানেজার (ফার্ম) পদ থেকে প্রোডাকশন অফিসার (লাইভস্টক), আদিত্য চৌধুরীকে জ্যেষ্ঠ ভেটেরিনারি সার্জন থেকে প্রোডাকশন অফিসার (পোলট্রি) এবং পাপিয়া সেনকে সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক থেকে হিসাবরক্ষণ কর্মকর্তা পদে ডিমোশন দেওয়া হয়েছে।

সিভাসু উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমান জানান, ‘'আওয়ামী আমলে পলিটিক্যাল প্রেশারের কারণে তাদের নিয়োগ দিতে বাধ্য করা হয়েছিল। তাদের পদনুযায়ী তাদের যতটুকু শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা প্রয়োজন তা তাদের তিনজনের মধ্যে একজনেরও নেই। যথাযথ তদন্ত এবং সিন্ডিকেটের সকল সদস্যের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।”

ক্যাটাগরি:
ক্যাম্পাসচট্টগ্রাম

ক্যাম্পাস ক্যাটাগরি থেকে আরো